সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
 

টাঙ্গাইলে সেফটিক ট্যাংকে মিললো নিখোঁজ ছাত্রের মরদেহ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৭:০৬ পিএম

টাঙ্গাইলে সেফটিক ট্যাংক থেকে এক নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মরদেহে ছুরির আঘাতের চিহ্ন এবং গলায় প্লাস্টিকের রশি প্যাঁচানো ছিল।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে জেলার কালিহাতী উপজেলার পৌর এলাকার  সাতুটিয়া দক্ষিণ পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আব্দুল আলীম (১৮)। তিনি ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের সৌদি প্রবাসী জহুরুল ইসলামের ছেলে। তিনি কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। 

স্থানীয়রা জানায়, ওই এলাকার জামাল বাদশার বসত ঘরের পেছনে টয়লেটের সেফটিক ট্যাংকির ভেতরে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। নিহতের পেটে ছুরির আঘাতের চিহ্ন ও গলায় প্লাস্টিকের রশি প্যাঁচানো থাকতে দেখা গেছে।

পরিবার জানায়, সে গত শনিবার সকালে কোচিং করার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আদিব মাহমুদ বলেন, মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

একাত্তর/এসি
চার মাসের এক নবজাতককে বিক্রি করে দিয়ে শখের নানা উপকরণ কিনেছেন এক মা। ৪০ হাজার টাকায় ওই নবজাতক বেচে তিনি নাকের নথ, পায়ের নূপুর, মোবাইল ফোন ও জুতা কেনেন। এ খবর পুলিশের কানে গেলে শিশুটিকে উদ্ধার করে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। এদিকে অপর ঘটনায় উপজেলায় পরিত্যক্ত অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...
নারায়ণগঞ্জে নিখোঁজের ছয় দিন পর কাশবন থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) জেলার সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও এলাকায় বালুর মাঠে কাশবনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‘আর্থনা সামিট-২০২৫’ -এ যোগ দিতে চার দিনের সফরে কাতারের পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অর্থ পাচার ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এবার শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। 
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ছয় আইনজীবীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। তাদের মধ্যে চার জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে...
শ্রম বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে সব শ্রমিকের আইনি সুরক্ষা, স্থায়ী শ্রম কমিশন গঠনের প্রস্তাবসহ বিভিন্ন সুপারিশ করা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত