সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
 

মরা গরুর মাংস বিক্রি, আটক দুই, মাংস জব্দ

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৭:১০ পিএম

বাগেরহাটে মরা গরু কেটে প্রকাশ্যে মাংস বিক্রি করছিল একটি চক্র। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রশাসনে জানালে দুই জনকে আটক ও দুই ড্রাম মাংস জব্দ করা হয়। তবে এ ঘটনা পালিয়ে গেছেন আরও একজন।

রোববার দুপুরে জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রাম থেকে আটক ও মাংস জব্দ করা হয়। 

আটকরা হলেন- ওই গ্রামের ডালিম ও আল আমিন। সম্পর্কে তারা দুই ভাই। তবে এ ঘটনায় তাদের আরেক ভাই পালিয়ে গেছেন।

স্থানীয়রা জানান, রায়েন্দা পাঁচরাস্তা মোড়ের প্রশাসন মার্কেটে প্রকাশ্যে বিক্রি হচ্ছিলো এই মরা গরুর মাংস। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। পরে প্রশাসনকে বিষয়টি জানানো হয়।

তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় চক্রটি দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকা থেকে মরা ও অসুস্থ পশু কিনে পাঁচরাস্তা প্রশাসন মার্কেটে কম দামে মাংস বিক্রি করে আসছে। 

তবে আটক ডালিম ও আল আমিন জানান, তারা মরা গরুর মাংস বিক্রির সঙ্গে জড়িত না। তিন ভাই সবাই আলাদা আলাদাভাবে ব্যবসা করেন। এই মাংস তাদের অপর ভাই হালিমের। সে ফেলে পালিয়ে গেছে। 

শরণখোলা থানার ডিউটি অফিসার এসআই তাইজুল ইসলাম জানান, অভিযানে আটক দুই ব্যক্তি, গরুর মাংস থানা হেফাজতে রয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে অভিযান চালানো হয়। বেশকিছু মাংস বিক্রিও করেছে তারা। অভিযান টের পেয়ে চক্রটি মাংসগুলো লুকানোর চেষ্টা করছিল। এক পর্যায়ে মার্কেট থেকে কিছুটা দূরে বান্দাঘাটা স্লুইস গেট এলাকা থেকে দুটি ড্রামে ভরা প্রায় এক মণ মাংস, চামড়া ও নাড়িভুড়ি জব্দ করা হয়েছে। চক্রের দুই সদস্যকে আটক করা গেলেও একজন পালিয়ে গেছে। আটকদের শরণখোলা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামে কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আজিজুল চৌধুরী (৪০) ও মুরসালিন চৌধুরী (৩০) নামের দুই জন নিহত হয়েছে।
বাগেরহাটে একটি পরিবারের দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মোল্লাহাট, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা...
শরণখোলার খুড়িয়াখালী-বগী ভারাণী খালের পাশের রিং বাঁধের দুই স্থানের প্রায় ১০০ফুট ভেঙে গেছে। ওই স্থান দিয়ে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই এলাকার শতাধিক পরিবার।
বাগেরহাটের শরণখোলা উপজেলার লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। আট ফিট লম্বা ও ১০ কেজি ওজনের অজগরটি উদ্ধারের পর বনে ছেড়ে দেওয়া হয়েছে। 
ঢাকার পল্টনে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনার অগ্রগতি, দক্ষিণ এশিয়ার পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার...
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার পূর্ণাঙ্গ শুনানি বৃহস্পতিবার (১৯ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ইসরাইলকে সমর্থন করে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস। এর পরিপ্রেক্ষিতে জার্মান রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় ইরান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত