বাগেরহাটে বিভিন্ন প্রলোভনে তরুণীদের পাচার করে পতিতাবৃত্তি করতো একটি চক্র। এমন অভিযোগ পেয়েছে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দুপুর দুইটার দিকে জেলার মোল্লারহাট উপজেলা থাকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম হান্নান শরীফ (৪৭)। তিনি উপজেলার রমপুর গ্রামের বাসিন্দা।
রোববার দুপুরে খুলনা র্যাবের মিডিয়া সেল জানায়, চক্রটি গত বছরের ১৭ আগস্ট এক ভিকটিমের মাকে ভালো পাত্রের কথা বলে বিয়ের প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে মা রাজি হলে চক্রটির ঠিক করা পাত্রের সঙ্গে মেয়ে বিয়ে দেন।
র্যাব জানায়, বিয়ের কিছুদিন পর চক্রটি ভালো চাকরি কথা বলে ওই তরুণীকে ঢাকায় নিয়ে যায়। পরে মা ২/৩ বার যোগাযোগ করেন। কিন্তু কিছুদিন পর মায়ের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন মা ওই চক্রটির কাছে মেয়ের খোঁজ খবর জানতে চাইলে তাকে ভয় দেখানো হয়।
এক পর্যায়ে ভিকটিম তার খালাকে ফোন করে জানায় চক্রটি তাকে ভারতে এক ব্যক্তির কাছে পতিতাবৃত্তি করার জন্য বিক্রি করে দিয়েছে। বিষয়টি জানার পর মা বাদি হয়ে জড়িতদের বিরুদ্ধে ফকিরহার থানায় মামলা দায়ের করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মানবপাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে বাগেরহাট সিআইডি পুলিশে হস্তান্তর করা হয়েছে