চাঁপাইনবাবগঞ্জে মহানন্দ নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা বাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগ্রাম মহল্লার মো. রাসেলের ছেলে শাকিল (৯) এবং একই ইউনিয়নের পীরগাছি মহল্লার মো. আলমগীর হোসেনের মেয়ে মারিয়া (৯ । দুই জনই ব্রাহ্মণ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলা ১১ টার দিকে কয়েকটি শিশু নাককাটিতলা বাজার ঘাটে গোসল করতে নামে। এসময় শাকিল ও মারিয়া এ দুই জন ডুবে যায়। পরে অন্য শিশুরা স্বজনদের জানালে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি সাজ্জাদ।