সেকশন

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবক নিহত, অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, ভারতে অনুপ্রবেশে আটকের পর বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে তা এখনও নিশ্চিত করা হয়নি।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার ফতেপুর ও রঘুনাথপুর ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম বারিকুল ইসলাম। তিনি উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর স্কুল মাঠ এলাকার সেতাউর রহমানের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আযম জানান, রাত সাড়ে তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার পাশ দিয়ে কয়েকজন ব্যক্তিসহ বারিকুল ভারতে অনুপ্রবেশ করে। এসময় বিএসএফ সদস্যরা গুলি করে। এতে বারিকুল পড়ে গেলেও বাকিরা বাংলাদেশে পালিয়ে আসে। পরে রেস ক্যাম্পের সদস্যরা বারিকুলকে ধরে নিয়ে নির্যাতন চালানোর এক পর্যায়ে মারা যায়। বর্তমানে তার মরদেহ বিএসএফ ক্যাম্পে রয়েছে এবং তার শরীরে আঘাতে চিহ্ন আছে বলে পরিবার জানিয়েছে। 

তবে নিহতের ছোট ভাই সুমন আলী দাবি, তার ভাই বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে ভারতের স্বজনদের মাধ্যমে জানতে পারেন ভাইয়ের মরদেহ ভারতের মহিষালবাড়ি হাসপাতালে রাখা আছে।

তিনি আরও জানান, বিজিবি সদস্যরা তাদের বাড়িতে এসেছিল এবং মরদেহ ফেরতের বিষযটি জানানো হয়েছে।     

এ ব্যাপারে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ্জ জামান জানান, এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নাই। 

আর শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, এমন খবর বিভিন্ন মাধ্যমে ও পরিবারের সদস্যদের মাধ্যমে জেনেছেন। 

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। হতাহত সবাই চালক ও সহকারী।
পঞ্চগড় সীমান্তে কাঁটাতারের ওপারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তের ওপারে চোরাইপথে গরু আনতে গেলে বিএসএফ গুলি করে। এসময় অন্যরা...
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারের কাছ থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। 
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে যা করেছে, সেই কাজ আমাদের করা যাবেনা। কাউকে হয়রানি না করা...
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের ফলে বাংলাদেশের অর্থনীতিতে বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ...
বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
জাতীয় সংসদ নির্বাচনের কাজ যাতে ব্যাঘাত না হয় ও প্রবাসীদের ভোগান্তির কথা চিন্তা করে এবং কর্তৃপক্ষের ভরসায় বুধবারের ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত করেছে ইসি কর্মীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত