দলীয় নেতাকর্মীদের প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অনেক সংগ্রাম, ত্যাগ ও জুলুমের পর বিএনপি আদর্শ থেকে সরে যায়নি। আপনারা এমন কিছু করবেন না, যেন মানুষ আস্থা হারিয়ে ফেলে, মুখ ফিরিয়ে নেয়। বরং এমন কাজ করতে হবে, যাতে মানুষের আস্থা অর্জন হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ এদেশে অরাজকতা, সম্পদ লুট করেছে। তাই এদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগেসহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলীম। অন্যদের মধ্যে জেলা ও উপজেলার থেকে আসা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদূর রহমান বাচ্চু।
সন্মেলন শুরুর নির্দিষ্ট সময়ের আগেই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও তার অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ স্থলে এসে হাজির হন। তাদের ভাষ্য, গত ১৮ বছরে কেউ বিএনপির সমাবেশে এতো লোক দেখেন নাই।