সেকশন

বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
 

মানুষ মুখ ফিরিয়ে নেয়, এমন কিছু করা যাবে না: নজরুল ইসলাম খান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম

দলীয় নেতাকর্মীদের প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অনেক সংগ্রাম, ত্যাগ ও জুলুমের পর বিএনপি আদর্শ থেকে সরে যায়নি। আপনারা এমন কিছু করবেন না, যেন মানুষ আস্থা হারিয়ে ফেলে, মুখ ফিরিয়ে নেয়। বরং এমন কাজ করতে হবে, যাতে মানুষের আস্থা অর্জন হয়। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ এদেশে অরাজকতা, সম্পদ লুট করেছে। তাই এদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। 

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগেসহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলীম। অন্যদের মধ্যে জেলা ও উপজেলার থেকে আসা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদূর রহমান বাচ্চু। 

সন্মেলন শুরুর নির্দিষ্ট সময়ের আগেই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও তার অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ স্থলে এসে হাজির হন। তাদের ভাষ্য, গত ১৮ বছরে কেউ বিএনপির সমাবেশে এতো লোক দেখেন নাই। 

একাত্তর/এসি
সিরাজগঞ্জে টিসিবির চাল বোঝাই একটি পিকআপসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫৯ বস্তায় টিসিবির তিন হাজার ৪৫৮ কেজি চাল জব্দ করা হয়েছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুর আইনি ও স্বাস্থ্য সহায়তা দেয়ার জন্য সেল গঠন করেছে বিএনপি।
তাদের উদ্দেশে আমরা বলে দিতে চাই, নির্দিষ্ট তারিখ ঘোষণা করে সেই তারিখে নির্বাচন দিতে হবে। দ্রুত সময়ের ভেতরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। অন্তত মানুষ আশ্বস্ত হোক, অমুক তারিখে ভোট হবে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। আর তার জন্য অবসর ভাঙিয়ে ফেরানো হয়েছে সুনীল ছেত্রিকে। এই ঘটনায় রীতিমত রেগে আগুন ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া। জানিয়েছেন, তরুণদের সুযোগ না দিয়ে এবং তাদের...
সৌদিতে ১২ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে দেশে ফিরেছেন জামাল ভুইয়ারা। ভিআইপি গেট দিয়ে একে একে বের হচ্ছিলেন জামাল রাকিব তারিক কাজীরা। কিন্তু ক্যামেরার ফ্রেম খুজে ফিরছিলো একটি মুখকে। ইতালির বংশদ্ভুত...
ইনজুরি ছিটকে দিলো লিওনেল মেসিকে। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ পড়লেন এলএমটেন। মেসির না থাকার খবর নিশ্চিত করেছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। সুস্থ হতে সময় লাগবে, আর পুরোটা সময় লিও...
দলের ভেতর দুর্বলতা যাই থাকুক, বাংলাদেশ আর মালদ্বীপকে এক কাতারে দেখছে ভারত। এশিয়ান কাপ বাছাইয়ে হামজাদের বিপক্ষে মাঠে নামার আগে প্রেসার ট্যাকটিক্স অ্যাপ্লাই করলেন ইন্ডিয়ান ডিফেন্ডার রাহুল ভেকি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত