বগুড়ায় বেপরোয়া একটি ট্রাক একজন পথচারীকে পিষে দেওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে থাকা শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমনে ধাক্কা দিয়েছে। এতে ওই পথচারী ও নছিমনে থাকা এক দিনমজুর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সকাল সাতটার দিকে জেলার শেরপুর উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে রণবীরবালায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পথচারী হানিফ ও নছিমনে থাকা দিনমজুর হারুন।
পুলিশ জানায়, সকালে একটি ট্রাক ধুনট উপজেলা থেকে শেরপুর দিকে আসছিলো। ওই সম ট্রাকটি শেরপুরের রণবীরবালা বশীর পাগলার মাজার এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা হানিফ নামের এক ব্যক্তিকে চাপা দেয়। নিয়ন্ত্রণহীন ট্রাকটি এরপর পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী নছিমনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী হানিফ ও নছিমনে থাকা হারুন নামে এক যাত্রী নিহত হয়।
পুলিশ আরও জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা নছিমনে থাকা ২১ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শজিমেক হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে ১৩ যাত্রী বাড়ি ফিরলেও দুই হাসপাতালে এখনও আট জন চিকিৎসাধীন আছেন।
নছিমনে থাকা সবাই দিনমজুর। তারা একটি বাড়ি নির্মাণের কাজে যাচ্ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পরে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।