সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

বগুড়ায় পথচারী পিষে নছিমনে ট্রাকের ধাক্কা, নিহত দুই, আহত ২১

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০২:৪৭ পিএম

বগুড়ায় বেপরোয়া একটি ট্রাক একজন পথচারীকে পিষে দেওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে থাকা শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমনে ধাক্কা দিয়েছে। এতে ওই পথচারী ও নছিমনে থাকা এক দিনমজুর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। 

শুক্রবার (২১ মার্চ) সকাল সাতটার দিকে জেলার শেরপুর উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে রণবীরবালায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পথচারী হানিফ ও নছিমনে থাকা দিনমজুর হারুন।

পুলিশ জানায়, সকালে একটি ট্রাক ধুনট উপজেলা থেকে শেরপুর দিকে আসছিলো। ওই সম ট্রাকটি শেরপুরের রণবীরবালা বশীর পাগলার মাজার এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা হানিফ নামের এক ব্যক্তিকে চাপা দেয়। নিয়ন্ত্রণহীন ট্রাকটি এরপর পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী নছিমনকে চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই পথচারী হানিফ ও নছিমনে থাকা হারুন নামে এক যাত্রী নিহত হয়। 

পুলিশ আরও জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা নছিমনে থাকা ২১ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শজিমেক হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে ১৩ যাত্রী বাড়ি ফিরলেও দুই হাসপাতালে এখনও আট জন চিকিৎসাধীন আছেন। 

নছিমনে থাকা সবাই দিনমজুর। তারা একটি বাড়ি নির্মাণের কাজে যাচ্ছিলেন বলে জানা গেছে। 

দুর্ঘটনার পরে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের মাহনা এলাকায় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের ধাক্কায় লাশবাহী অ্যাম্বুলেন্স চালক আমির হোসেন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে থেমে থাকা ট্রাকে মাছ বোঝাই চলন্ত ট্রাকের ধাক্কায় চলন্ত ট্রাকের হেলপার চান মিয়া নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় যাত্রীবাহী মেঘলা পরিবহনের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক আক্তার হোসেন (৫৬) নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দুই যাত্রী।
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর নজিরবিহীন হামলার জেরে পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ প্রোগ্রাম বাতিল করেছে ভারত।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
দেশ গঠনে বিএনপির ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহবান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দোহা থেকে সরাসরি ইতালির রোমে যাবেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত