সেকশন

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
 

কুড়িগ্রাম সীমান্তে সিসি ক্যামেরা সরাবে বিএসএফ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২০ পিএম

কুড়িগ্রামে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) প্রতিবাদের মুখে সীমান্ত থেকে সিসি ক্যামেরা সরানোর আশ্বাস দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলার ভুরুঙ্গামারী উপজেলার জোড়া মসজিদের কাছে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক  অনুষ্ঠিত হয়। 

প্রায় পৌনে দুই ঘণ্টার পতাকা বৈঠকে জোড়া মসজিদ ও সিসি ক্যামেরার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি। 

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং ভারতের পক্ষে গাড়লজোড়া ক্যাম্পের বিএসএফ-১৬২ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার নেতৃত্ব দেন।

গাড়লজোড়া ক্যাম্পের বিএসএফ-১৬২ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার জানান, শূন্য লাইনে নির্মিত জোড়া মসজিদ এলাকার নিরাপত্তা বিষয়টি বিবেচনা করে সিসি ক্যামেরাটি স্থাপন করা হয়েছে। কিন্তু বিজিবির আপত্তিতে ক্যামেরাটি খুলে ফেলার কথা বলা হয়েছে।

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমানের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পতাকা বৈঠকে জোড়া মসজিদ এলাকায় শূন্য লাইনে নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলতে এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরি না করাসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদির ওপর আলোচনা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি ভুরুঙ্গামারী উপজেলায় পাথরডুবি ইউনিয়নের কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২বিজিবির দিয়াডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯৭৮/৯-এস এর কাছে ভারতের পাঁচ গজ ভেতরে জোড়া মসজিদ নামক স্থানে গাছের সঙ্গে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে বিএসএফ। 

একাত্তর/এসি
নাহিদ ইসলাম বলেছেন, গত ৫৪ বছরে চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ২০০ জন কৃষক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এটি কোনো সীমান্তরক্ষী বাহিনীর কাজ হতে পারে না, এটি সন্ত্রাসী আচরণ। 
পঞ্চগড়ের দুইটি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৫ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালিত দুটি পৃথক মাদকবিরোধী অভিযানে ৯০ হাজার ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় তিন জনকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২-বিজিবি)।
ভারত-সুনামগঞ্জ সীমান্ত পথে অবৈধভাবে পাচার হয়ে আসা সাড়ে পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আশিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায়। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন আফ্রিকার পাঁচ দেশের প্রেসিডেন্ট।
বিভিন্ন সংবাদমাধ্যমে খবর পেয়ে পাহাড়ের ‘গোল্ডেন গার্ল’ ফুটবলার ঋতুপর্ণার অসুস্থ মায়ের খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এই নারীর পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত