সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
 

শরীফ-শরীফা বাদ দেয়ার সুপারিশ

আপডেট : ১৭ মে ২০২৪, ০৩:১০ পিএম

বছরের পাঁচ মাস পরে ক্লাস সেভেনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের আলোচিত শরীফ-শরীফা গল্পটি না রাখার সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি। কমিটির পর্যবেক্ষণে গল্পের ১৯টি শব্দ সমাজব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতো ব্যবস্থা নেয়ার অপেক্ষায় এনসিটিবি। আর, শিক্ষকরা বলছেন, পুরোপুরি বাদ না দিয়ে গল্পটির উপস্থাপনার ধরণে বদলের দরকার ছিল।

বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই আসার পর  কিছু বিষয় নিয়ে সরব হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম। অভিযোগ ওঠে ক্লাস সেভেনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের এই গল্প নিয়ে।

এই অভিযোগ আমলে নিয়ে কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির প্রধান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুর রশীদ জানান, প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে, তবে চলতি বছর বইয়ে শরীফ-শরীফা নামের গল্পটি থাকা বা না-থাকার সিদ্ধান্ত মন্ত্রণালয়ের।

এদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মনে করছেন গল্পটি চলতি বছর থাকবে। তবে মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় এনসিটিবি।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম জানান, কমিটি সুপারিশ তো আমার কাছে দেয়নি। এটা মন্ত্রণালয়ে দিয়েছে। তাই, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম বলেন, পুরোপুরি বাদ না নিয়ে গল্পের উপস্থাপনার ধরণে বদল আনা যেতেই পারতো।

নতুন শিক্ষাক্রমের চলতি বছরে মাধ্যমিকের চারটি ক্লাসের ৩১টি বইয়ে ১৪৭টি ভুল সংশোধনের সুপারিশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের উচ্চপর্যায়ের কমিটি।

 

একাত্তর/জো
জানুয়ারির মধ্যে সময় বেঁধে দেয়া হলেও প্রাথমিক ও মাধ্যমিকের ৪০ কোটি বইয়ের মাত্র অর্ধেক পৌঁছেছে শিক্ষার্থীদের হাতে। এনসিটিবি চেয়ারম্যান বলছেন, দেরিতে ছাপাতে দেয়ার পাশাপাশি প্রেস মালিকদের অসহযোগিতাও,...
দীর্ঘদিন পর রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হলো। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হামলা-অগ্নিসংযোগ, লুটতরাজ ও ধর্মীয় উপাসনালয়ে আক্রমণের ঘটনার প্রেক্ষিতে জরুরী সংবাদ সম্মেলন করেছে 'বিক্ষুব্ধ জুন্ম ছাত্র জনতা'।
গণপিটুনির শিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  
শেরে বাংলা নগর এলাকার সরকারি চার হাসপাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে নারীসহ দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করে সর্বোচ্চ দশ হাজার টাকা অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা...
লেখক, কবি ও মানবাধিকারকর্মীদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন বাংলাদেশ’ -এর ২০২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
মানিকগঞ্জের শিবালয়ে জিপিএ-৫ না পাওয়ায় তানহা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রাজনৈতিক অচলাবস্থার সমাধানে আলোচনার গতি বাড়াতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান সংলাপে গতি আনার তাগিদ দিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত