সেকশন

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
 

নিপুণের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন জায়েদ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০৭:৫৮ পিএম

চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি জানিয়েছেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় প্রস্তুতি চলছে।

সোমবার (৩১ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে জায়েদ খান নিজেই সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সংবাদ সম্মেলন করে মিথ্যা অভিযোগ করেছেন নিপুণ। চিত্রনায়িকা মুনমুনকে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগের যে ভিডিও দেখিয়েছেন নিপুণ, সেটা মিথ্যা। এবং তার নামে যে চ্যাটের স্ক্রিনশট দেখিয়েছেন সেগুলোও সঠিক নয়। এসব কারণে মামলা করতে যাচ্ছেন জায়েদ খান।

এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর রোববার (৩০ জানুয়ারি) সংবাদ সম্মেলন ডেকেছিলো ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল। সেই সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে জয়ী অভিনেতা জায়েদ খানের বেশকিছু ‘কথোপকথন’-এর স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে।

সোখানে দাবি করা হয়েছে, জায়েদ খান ও কোন প্রশাসনের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার কথোপকথন এগুলো।

প্রেসক্লাবে প্রজেক্টরে প্রদর্শন করা সেসব স্ক্রিনশটের প্রথমেই লেখা ছিল, ‘ভাইয়া পেমেন্ট ক্লিয়ার নো টেনশন। ’ অপর প্রান্ত থেকে উত্তর, ‌‘বেশ, তাদের সবাইকে এফডিসির গেইট থেকে দূরে অবস্থান করতে বলে দিয়েছি। তুমি বুকে সাহস রেখে কাজ চালিয়ে যাও।’

আরও পড়ুন: ইভ্যালির দুই লকার ভেঙে যা পাওয়া গেলো

এদিকে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করতে গেছেন জায়েদ খান। তবে, সেখানে দেখা যায়নি কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে জয়ী হওয়া ১০ সদস্যকে।


একাত্তর/আরএ

বাংলাদেশ চলচ্চিত্র সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
ডিগবাজিখ্যাত ঢাকায় সিনেমার নায়ক জায়েদ খান। সামাজিক মাধ্যমে বিনোদনের খোরাক হিসেবেও পরিচিত তিনি। কখনো পোশাকের বাহারি দাম, কখনো বিয়ের খবর, শিল্পী সমিতির ইস্যু আবার কখনো ডিগবাজি নিয়ে তার সোশ্যাল...
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সম্পাদক পদে নির্বাচিত মনোয়ার হোসেন ডিপজলকে দায়িত্ব পালনে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সমিতির নির্বাচনে অনিয়মের যে অভিযোগ করা...
বাংলাদেশের চলচ্চিত্র জগতে মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজলকে মানুষ চেনে ‘ভিলেন’ হিসেবেই। এবার চলচ্চিত্র সমিতির নির্বাচনে এই ‘ভিলেন’ দ্বয় হারিয়েছেন চিত্রনায়ক মাহমুদ কলি এবং চিত্রনায়িকা নিপুণ...
মেসার্স অটো স্পিনিং লিমিটেডের ২৫ কোটি টাকার অগ্নিবীমা দাবি মিটালো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল)।
আশিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায়। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন আফ্রিকার পাঁচ দেশের প্রেসিডেন্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত