সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
 

শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন নিপুণ

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৪:১৫ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

গেলো রোববার সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নিপুনকে বহিষ্কারের তথ্যটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ-সভাপতি ও অভিনেতা ডি এ তায়েব।

সংশ্লিষ্টরা জানান, অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি দেওয়ার জেরে নিপুনকে বহিষ্কার করা হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের ১৬ জুলাই সমিতির প্যাড ব্যবহার করে কোটাবিরোধী আন্দোলন নিয়ে বিবৃতি দেন নিপুণ আক্তার। সেখানে নিজেকে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক ‘সাবেক’ বলে উল্লেখ করেন এই নায়িকা।

গত ১৭ জুলাই নিজের ফেসবুক ওয়ালেও ওই বিবৃতি পোস্ট করেন তিনি। এর পরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কিত হন তিনি।

এদিকে অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটি গত বছরের ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় এ বিষয় উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে নোটিশ দিলে তা তোয়াক্কা করেননি তিনি। এর জেরেই তাকে আজীবনের জন্য বহিষ্কার করে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি। 

এর আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগ ওঠে নিপুনের বিরুদ্ধে। সেসময় গঠনতন্ত্র পরিপন্থি কাজ করায় নিপুনকে নোটিশ দিয়েছিলো কার্যনির্বাহী পরিষদ।

আরবিএস
নিজের সন্তানের জন্য ‘সো-কল্ড’ বাবা প্রয়োজন নেই উল্লেখ করে চিত্রনায়িকা পরীমণি বলেছেন, একজন মা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কী করেন, তা ভাবনার বাইরে।
আদালতের প্রতি পূর্ণ আস্থা আছে জানিয়ে চিত্রনায়িকা পরীমনি বলেছেন, আশা করি ন্যায় বিচার পাবো।
বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন প্রয়াত চিত্রনায়িকা অঞ্জনা রহমান। শনিবার (৪ জানুয়ারি) দুই দফা জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছে। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত একটা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন...
জুলাই-আগস্টে হাসিনাবিরোধী আন্দোলনের বিষয়ে ভারত অবগত ছিলো, তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীেক পরামর্শ দেয়া ছাড়া ভারতে আর কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারেনি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস...
রাজবাড়ীতে নিখোঁজের তিন দিন পর কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, নিখোঁজ থাকা কালে মুক্তিপণ দাবি করা হয়েছিল। না পেয়ে হত্যা করা হয়েছে।
এখন কেউ যদি সেনাবাহিনীকে নিয়ে বির্তক সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশের স্বপক্ষে রাজনীতি করে না। তারা অন্য দেশের দালাল। তারা সেনাবাহিনীর ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে ধ্বংস করতে  চায়। 
জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের পাশে সেনাবাহিনী সবসময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত