সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

প্রথম অভিনেত্রী হিসেবে যার মিলিয়ন ডলার পারিশ্রমিক

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৬:৫৩ পিএম

হলিউডের স্বর্ণযুগের সেরা অভিনেত্রীদের একজন এলিজাবেথ টেলর। শিশুশিল্পী হিসেবে কাজ শুরুর পর তার দীর্ঘ এক ক্যারিয়ার। রুপালি পর্দায় ইতিহাস গড়ার সাথে তার ব্যক্তিগত জীবনও ছিলো আকর্ষণীয়।

প্রথম অভিনেত্রী হিসেবে মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। এটা ঘটে তার সিনেমা ‘ক্লিওপেট্রা’র ক্ষেত্রে। ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ জেনেডির বেতন যখন ১ লাখ ৫০ হাজার ডলার তখন এই ছবির জন্য ১০ লাখ ডলার পারিশ্রমিক পেয়েছিলেন টেলর। সেই সময়ের জন্য এটা বিশাল বড় ঘটনা।

শরীর, স্বাস্থ্য কোনোকালেই ঠিকঠাক ছিল না এলিজাবেথ টেলরের। সারা জীবনই সংগ্রাম করেছেন। জন্মই হয়েছিল মেরুদণ্ডের পাশে একটি হাড় বাঁকা নিয়ে (স্কলিওসিস)। ১৯৪৪ সালে ‘ন্যাশনাল ভেলভেট’ সিনেমার শুটিংয়ের সময় কোমর ভেঙে যায়, ১৯৫৬ সালে হয় বড় একটি অস্ত্রোপচার। এর বাইরে ছিলো মদ্যপানের অভ্যাস। জীবনভর ব্যথানাশক নিতে নিতে শরীরও হয়ে পড়ে দুর্বল। জীবনের শেষ দুই দশক নানা ধরনের অসুস্থতা জাঁকিয়ে বসে শরীরে, নিউমোনিয়া হয়। ত্বকের ক্যানসার থেকে সেরে ওঠেন, হৃদতন্ত্রে সমস্যা দেখা দেয়।

সারা জীবনে ৭০ বারের বেশি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, ২০ বারের বেশি বড় ধরনের অস্ত্রোপচার হয় এলিজাবেথ টেলরের।

ব্যক্তিজীবনে সম্পর্কের ক্ষেত্রে থিতু হতে পারেননি, বিয়ে করেছিলেন আটবার। এর মধ্যে অভিনেতা রিচার্ড বার্টনকে দুইবার বিয়ে করেন। 
বিয়ে নিয়ে নিজেই মজা করে বলেন, ‘সাতজনকে আটবার বিয়ে করেছিলাম!’

এলিজাবেথ টেলরের অলংকারের সংগ্রহ ছিল ঈর্ষণীয়। এর মধ্যে অন্যতম বিখ্যাত ৩৩.১৯-ক্যারেট ডায়মন্ড। তার তৃতীয় স্বামী মাইক টডের কাছ থেকে বহুমূল্য একটি হীরার মুকুট পেয়েছিলেন, যা পরে তিনি ১৯৫৭ সালের অস্কার অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।

তার মৃত্যুর পর ১ হাজার ৭৭৮টি অলংকারের খোঁজ পাওয়া যায়, যা বিক্রি করে ১৫০ মিলিয়ন ডলারের বেশি আয় হয়।

এলিজাবেথ টেলরকে ‘পিপল-কন্যা’ বললেও ভুল হয় না। প্রখ্যাত সাময়িকী পিপল-এ ১৪ বার প্রচ্ছদ হয়েছিলেন তিনি। ধারণা করা হয়, এক হাজারের বেশি সাময়িকীর প্রচ্ছদ হয়েছিলেন তিনি অনেক ‘প্রথম’-এর অংশ এলিজাবেথ টেলর। তিনিই প্রথম তারকা, যিনি নিজের জন্য আলাদা সুগন্ধি তৈরি করিয়েছিলেন। তিনি সুগন্ধি খুব ভালোবাসতেন। ভক্তরা তার তৈরি সেই পারফিউমের নাম দিয়েছিলেন ‘ভায়োলেট আইজ’।

আমেরিকান পিতামাতার কন্যা এলিজাবেথ টেলর লন্ডনে ১৯৩২ সালে ২৭ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন । তিনি ইউনিভার্সাল পিকচার্স ফিল্ম ‘দেয়ার ইজ ওয়ান বর্ণ এভরি মিনিট’ এ একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। রবার্ট টেলর এবং জোয়ান ফন্টেইনের সাথে ঐতিহাসিক দুঃসাহসিক মহাকাব্য ‘ইভানহো’তেও অভিনয় করেছিলেন এলিজাবেথ টেলর।

১৯৯০ এর দশকের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত এলিজাবেথ টেলর নিজেকে জনহিতকর কাজে উৎসর্গ করেছিলেন, যার জন্য তিনি রাষ্ট্রপতি নাগরিক পদক সহ বেশ কয়েকটি প্রশংসা পেয়েছিলেন।

এনএন
কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যালে ১৮টি দেশের বিভিন্ন বিভাগের ১৫৩টি উন্মুক্ত ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাঝে সেরার সেরা নির্বাচিত হয়েছে তোফায়েল আহমেদ ও হাসিব হাসনাইন নির্মিত স্বল্পদৈর্ঘ্য...
২০২৫ সালের বসন্ত উৎসব বা লুনার ফেস্টিভালে ছুটিতে নতুন মাইলফলক অর্জন করেছে চীনের চলচ্চিত্র শিল্প। সম্প্রতি চীনের বক্স অফিসের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ভারতীয় সিনেমা বলতে এক সময় শুধু বলিউড সিনেমাকেই ভাবা হত। তবে বদলেছে দিন, সেই সাথে বদলেছে দর্শকের রুচি। দর্শক এখন গল্পে খোঁজে নতুনত্ব, খোঁজে ব্যতিক্রমী নির্মাণ। 
সম্প্রতি ব্যক্তিগত নানান বিষয়ে গণমাধ্যমে শিরোনাম হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পত্রিকার পাতা, সব জায়গায় অভিনেত্রীকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত