সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
 

সঞ্জীব চৌধুরী স্মরণে দলছুটের নতুন গান

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৪:০৯ পিএম

প্রয়াত কণ্ঠশিল্পী ও ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জীব চৌধুরী স্মরণে দলছুট ব্যান্ডের নতুন অ্যালবাম ‘সঞ্জীব’। অ্যালবামটি তার স্মৃতির উদ্দেশ্যেই উৎসর্গ করা হয়েছে।

১৯৯৬ সালে সঞ্জীব চৌধুরীর নেতৃত্বে গড়ে উঠেছিল ব্যান্ড ‘দলছুট’। ব্যান্ড গঠনের পরের বছর প্রকাশ পায় প্রথম অ্যালবাম ‘আহ’। এর পর থেকে অ্যালবাম ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করে দলটি। উপহার দিয়েছে ‘হৃদয়পুর’, ‘আকাশচুরি’, ‘জোছনাবিহার’ ও ‘কিংবদন্তি’ শিরোনামের অ্যালবাম। ২০০৭ সালে সঞ্জীব চৌধুরী মারা গেলে পাঁচ বছর পর ২০১২ সালে প্রকাশ পায় দলটির সর্বশেষ অ্যালবাম ‘আয় আমন্ত্রণ’। 

সপ্তম অ্যালবামে ১১টি গান রয়েছে, যার শিরোনাম- ‘তুমি যাও’, ‘প্রবঞ্চনা’, ‘গানের শুরুটা’, ‘তুমি আছো নাকি’, ‘মন কারিগর’, ‘শূন্য লাগে’, ‘দুটো মানুষ’, ‘মন দাবাড়ু’, ‘তার ছায়ায়’, ‘মেঘ জমেছে’ ও ‘সঞ্জীব চৌধুরী’।

বাপ্পা মজুমদার গণমাধ্যমকে বলেন, “একযুগেরও বেশি সময় পর আমাদের নতুন অ্যালবাম এসেছে। এটা তো ভীষণ আনন্দের ব্যাপারই। আমরাও অনেক সময় নিয়েই করেছি। এখন তো সবাই সিঙ্গেল গান প্রকাশ করছে, তাই অ্যালবাম প্রকাশের বিষয়টি নতুনত্বই বলা যায়।”

এই সময় অ্যালবাম আকারে প্রকাশের ভাবনাটি কেন প্রশ্নে বাপ্পা মজুমদার বলেন, “আমরা তো আসলে সেই অ্যালবাম সময়েরই মানুষ। সেই সময়ের ফিলটা আনার জন্যই ভেবেছি। এছাড়া একটা একটা করে গান রিলিজ করলে সবগুলো গানের মধ্যে যে একটা যোগসূত্র আছে, তা বোঝা যায় না। এজন্যই অ্যালবাম প্রকাশ করা।”

প্রায় আট বছর আগে শুরু হয়েছিল ‘সঞ্জীব’ অ্যালবামের কাজ। যার দুটি গান ‘মন দাবাড়ু’ ও ‘প্রবঞ্চনা’ প্রকাশ করা হয়েছিল বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে।

দীর্ঘ সময় নিয়ে গানগুলো করা হয়েছে, যেন শ্রোতাদের ভালো গান উপহার দেওয়া যায় উল্লেখ করে বাপ্পা মজুমদার বলেন, “‘আহ’, ‘হৃদয়পুর’, ‘আকাশচুরী’, ‘জোছনাবিহার’ ও ‘আয় আমন্ত্রণ’ অ্যালবামের গানগুলোর মধ্য দিয়ে শ্রোতারা দলছুটকে যেভাবে চিনেছে, আপন করে নিয়েছে, সে জায়গা থেকে কখনও সরে আসতে চাইনি। এই অ্যালবামের গানেও চিরচেনা দলছুটকে খুঁজে পাওয়া যাবে।”

গানের গীতিকথা লিখেছেন কবির বকুল, জুলফিকার রাসেল, শেখ রানা, রাসেল ও ’নীল (প্রয়াত), ইন্দ্রনীল, মাসুম ও দীপন। প্রতিটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদারসহ ব্যান্ডের সদস্যরা।

সামনে এই অ্যালবামের গান নিয়ে কনসার্ট আয়োজনের পরিকল্পনাও আছে জানিয়ে বাপ্পা বলেন, “আমাদের ইচ্ছা আছে স্টেজে এই গানগুলো নিয়ে সবার সামনে হাজির হওয়া। সামনে দলছুটের বেশ কিছু শো আছে, বিদেশ সফরও আছে। তাই জুনের আগে হয়তো সম্ভব হবে না। তবে জুনের পর স্টেজ শোর ব্যাপারে সবকিছু ফাইনাল করব, এরপর সবাইকে জানাব।”

এনএন/এআর
‘চিনি কম লিকার বেশি’ শিরোনামের গান দিয়ে যাত্রা শুরু করলো বাংলা ব্যান্ড বায়োস্কোপ। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) রাতে ইউটিউব ও ফেসবুকে নিজেদের প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করেছে তারা।
দুই দশকের বেশি তাঁর পেশাদারি সংগীতজীবনে ৭০০টির বেশি একক অ্যালবাম প্রকাশ করে গিনেস বুক অব রেকর্ডসে নাম লেখানো এই শিল্পী গত পাঁচই আগস্টের পর থেকেই ছিলেন লোকচক্ষুর অন্তরালে। 
খোঁজ নেই মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজেরও। দেশে আছেন, না বিদেশে পাড়ি দিয়েছেন সে নিয়েও আছে নানা গুঞ্জন।
ঢাকায় এসে পৌঁছেছে ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় শাফিন আহমেদের কফিন। সেখান থেকে শাফিনের মরদেহ গুলশানে নিয়ে যাওয়া...
‘আর্থনা সামিট-২০২৫’ -এ যোগ দিতে চার দিনের সফরে কাতারের পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অর্থ পাচার ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এবার শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। 
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ছয় আইনজীবীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। তাদের মধ্যে চার জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে...
শ্রম বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে সব শ্রমিকের আইনি সুরক্ষা, স্থায়ী শ্রম কমিশন গঠনের প্রস্তাবসহ বিভিন্ন সুপারিশ করা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত