আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে স্পেনে মানুষ মাদক সেবন করতো বলে নতুন একটি গবেষণায় দাবি করা হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, মেনোর্কায় প্রাচীন মানব সভ্যতার সদস্যরা গাছপালা এবং ঝোপঝাড় থেকে প্রাপ্ত মাদক ব্যবহার করত। কবরস্থানে পাওয়া চুল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা।
এটি ইউরোপে হ্যালুসিনোজেনিক মাদক গ্রহণের প্রাচীনতম প্রত্যক্ষ প্রমাণ বলে ধারণা করা হচ্ছে। এসব মাদক মানুষের মধ্যে সাময়িক উন্মত্ততা ও হ্যালুসিনেশনের সৃষ্টি করতো।
সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, মেনোর্কার দক্ষিণ-পশ্চিম দিকে এস ক্যারিটক্স গুহায় মানুষের কার্যকলাপের লক্ষণ দেখা গেছে।
গুহাটিতে ২০০টিরও বেশি মানুষের কবর রয়েছে। বিশ্বাস করা হয় যে এটি প্রায় ৬০০ বছর ধরে ৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত একটি ধর্মীয় আচার এবং অন্ত্যেষ্টিস্থল হিসাবে ব্যবহৃত হতো।
গবেষকরা দেখেছেন, মাদক দ্রব্যগুলো গুহায় অনুষ্ঠিত আচার-অনুষ্ঠানের অংশ হিসাবে ব্যবহৃত হয়ে থাকতে পারে। এর মধ্যে শামানরা জড়িত থাকতে পারে ‘যারা উদ্ভিদজাত মাদকের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলেন’।
ওই স্থানে পাওয়া চুলের গোছাগুলো প্রাচীন আচারের সময় লাল রঙ করা হয়েছিল এবং একাধিক ব্যক্তির কাছ থেকে এসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেগুলোতে তিনটি সাইকোঅ্যাকটিভ পদার্থের উপস্থিতি সনাক্ত করা হয়েছে।
এসব পদার্থের মধ্যে রয়েছে অ্যাট্রোপাইন এবং স্কোপোলামিন, যা হ্যালুসিনেশনকে প্ররোচিত করে। এছাড়াও বিজ্ঞানীরা এফিড্রিন খুঁজে পেয়েছেন, যা শক্তি এবং সতর্কতা বাড়ায়।
আরও পড়ুন: ঘুষ দেয়ার জন্য ট্রাম্পের জেলে যাওয়া উচিৎ হবে না: স্টর্মি
গবেষকরা আরও উল্লেখ করেছেন, গুহায় ঢাকনায় সর্পিল মোটিফ খোদাই করা পাত্র পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এটি হ্যালুসিনোজেনগুলোর প্রভাবে থাকাকালীন একজন ব্যক্তির ‘চেতনার পরিবর্তিত অবস্থার’ প্রতিনিধিত্ব করে বলে বিবেচনা করেছেন কিছু পণ্ডিত।
ইউরোপে প্রাগৈতিহাসিক সময়ে মাদকদ্রব্য ব্যবহারের পূর্ববর্তী প্রমাণগুলো অপ্রত্যক্ষ তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, যেমন শৈল্পিক চিত্রে মাদক গাছের উপস্থিতি।
একাত্তর/এসজে