সেকশন

রোববার, ২২ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
 

ইসরাইলের পক্ষ নিয়ে নতুন ঘোষণা আর্জেন্টিনার, নিন্দা ওআইসি'র

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০০ পিএম

ইসরাইলের তেল আবিব থেকে অধিকৃত জেরুজালেমের আল-কুদসে দূতাবাস স্থানান্তরের যে ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা, তার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি।

আর্জেন্টিনার এ সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৭৮ নম্বর প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছে সংস্থাটি। পাশাপাশি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত কূটনৈতিক মিশনগুলোকে এই নগরী থেকে অন্য কোথাও সরিয়ে নেয়ারও আহবান জানানো হয়েছে। খবর প্রেসটিভির। 

এর আগে গত মঙ্গলবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই তেল আবিব সফরে গিয়ে তার দেশের দূতাবাস স্থানান্তরের ঘোষণা দেন।  

আর্জেন্টিনার প্রেসিডেন্ট এমন সময় ইসরাইল সফরে এসে এই সিদ্ধান্ত জানালেন যখন ল্যাটিন আমেরিকার বেশিরভাগ দেশ গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে।

ইসরাইলে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

আর্জেন্টিনাকে তার সিদ্ধান্ত পরিবর্তন করে জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত বাস্তবায়ন বন্ধ রাখার আহবান জানিয়ে ওআইসি বলছে, ফিলিস্তিনি জনগণের দখলকৃত ভূখণ্ডে তাদের অনুমতি ছাড়া এরকম কাজ হবে এই জনগোষ্ঠীর অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। 

ওআইসির আগে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস আর্জেন্টিনার প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছিল।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে অধিকৃত জেরুজালেম আল-কুদসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পাশাপাশি তেল আবিব থেকে ওই শহরে আমেরিকার দূতাবাস স্থানান্তর করেন। মার্কিন সরকারকে অনুসরণ করে আরো দু’একটি দেশ এ পর্যন্ত তাদের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিয়েছে। 

ইসরাইল ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম আল-কুদস দখল করে নেয়। বর্তমানে আন্তর্জাতিক আইনে এটি অধিকৃত ভূখণ্ড হিসেবে চিহ্নিত। 

আরবিএস
সাত বছর পর সেই গোপন পারমাণবিক কর্মসূচির নথির জেরেই নতুন করে দেখা দিয়েছে ইরান-ইসরাইল প্রাণঘাতী সংঘাত। 
গাজা থেকে শুরু করে কঙ্গো প্রজাতন্ত্র পর্যন্ত বিশ্বের বিভিন্ন সংঘাতময় অঞ্চলে ২০২৪ সালে শিশুদের ওপর সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে।
ইসরাইল ইরানে পারমাণবিক হামলা করলে পাকিস্তানও পরমাণু বোমা ব্যবহার করবে। এমন দাবি করেছেন ইরানের একজন শীর্ষ সেনা কর্মকর্তা।
বিভিন্ন সময় বিদেশের মাটিতে টার্গেট করে চালানো বিভিন্ন হত্যাকাণ্ডে ইসরাইলি সামরিক বাহিনীর নাম এসেছে। বিশেষ করে এসেছে তাদের গোয়েন্দা তৎপরতার কথা।
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। 
শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত