ব্রিটিশ রাজবধূর ক্যান্সার আক্রান্তের খবরে যুক্তরাজ্যসহ গোটা বিশ্বজুড়েই চলছে তোলপাড়। প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন নিজে জানিয়েছেন, তিনি ক্যানসার আক্রান্ত এবং চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার এক ভিডিও বার্তায় কেট এই খবর জানিয়ে বলেন, গেলো কয়েক মাসের কঠিন সময়ের পর এ সংবাদ ছিল তার পরিবারের জন্য বড় ধাক্কা। তবে ইতিবাচক বার্তা দিয়ে জানিয়েছেন, তিনি ভালো আছেন।
প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের এমন ঘোষণাকে ‘সাহসী’ পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র বলেন, ক্যাথরিন যে সাহস দেখিয়েছেন এজন্য রাজা তৃতীয় চার্লস গর্বিত। ক্যাথরিন ক্যানসার ও এর চিকিৎসার বিষয়ে যেভাবে কথা বলেছেন তিনি তার প্রশংসা করেছেন। এই কঠিন সময়ে তিনি ক্যাথরিন ও পরিবারের সঙ্গে আছেন বলে এক বার্তায় জানিয়েছেন।
গত ফেব্রুয়ারিতে রাজপরিবারের কর্মকর্তারা জানান, রাজা তৃতীয় চার্লস ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন, যার ফলে তিনি সব ধরনের জনসমাগম বাতিল করেছেন। এনিয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। আর প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের খবর জানিয়ে বাকিংহাম প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্যান্সারের ধরনসহ আর কোনো ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত তথ্য শেয়ার করবে না।
কেটের ভিডিও বার্তা থেকে জানা যায়, জানুয়ারিতে যখন তার পেটে অস্ত্রোপচার হয়, তখন সেখানে কোনো ক্যানসার ছিল না। তিনি বলেন, তবে অপারেশনের পর পরীক্ষা-নিরীক্ষা করে ক্যানসারের উপস্থিতি পাওয়া গেছে। তাই আমার মেডিক্যাল টিম আমাকে কেমোথেরাপির নেওয়ার পরামর্শ দেয় এবং আমি এখন সেই চিকিৎসার প্রাথমিক পর্যায়ে রয়েছি। প্রতিদিন নিজেকে শক্তিশালী অনুভব করছেন।