আমেরিকার সঙ্গে বাণিজ্যিক লড়াইয়ের মধ্যে আগামী ২৮ এপ্রিল কানাডায় নির্বাচনের ঘোষণা করছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। প্রধানমন্ত্রী কার্নি রোববার (২৩ মার্চ) ঘোষণা করেন, ২৮ এপ্রিল নির্বাচন হবে। তার আগে পাঁচ সপ্তাহ ধরে প্রচার চলবে।
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে পর্যন্ত কানাডায় ক্ষমতাসীন লিবারেল পার্টির অবস্থা বেশ খারাপ ছিলো। তারা দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছিলো। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর কানাডার জাতীয় সার্বভৌমত্ব নিয়ে হুমকি দেয়ার পর পরিস্থিতি বেশ বদলে গেছে।
প্রধানমন্ত্রী মার্ক কার্নি রোববার যখন নির্বাচনের তারিখ ঘোষণা করছিলেন তখন তিনি বলেন, আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটের মুখোমুখি হচ্ছি কারণ ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক বাণিজ্যিক পদক্ষেপ।
এছাড়া ট্রাম্পের দেয়া সার্বভৌমত্বের প্রতি হুমকির কথা উল্লেখ করে মার্ক কার্নি বলেন, সে (ট্রাম্প) আমাদের ভাঙতে চায়, যাতে আমেরিকা আমাদের মালিক হতে পারে। আমরা এটি হতে দেব না। আমরা বিশ্বাসঘাতকতার শক কাটিয়ে উঠেছি, কিন্তু আমরা কখনোই পাঠগুলো ভুলবো না। আমাদের নিজেদের খেয়াল রাখতে হবে। আমাদের একে অপরের খেয়াল রাখতে হবে।
একইসাথে কার্নি জানিয়েছেন, ট্রাম্প যতোদিন কানাডার সার্বভৌমত্ব মেনে না নিচ্ছেন, ততোদিন তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করবেন না।
কানাডার ফেডারেল আইন অনুযায়ী, নির্বাচনী প্রচারণার জন্য কমপক্ষে ৩৭ দিন সময় দিতে হয়।