সেকশন

সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
 

নাপা সিরাপ বিক্রি বন্ধের কোন সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৯:০৪ পিএম

বেক্সিমকো ফার্মার তৈরি নাপা সিরাপ খেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায়, এখনই ওষুধটি বিক্রি বন্ধের কোন সিদ্ধান্ত হয়নি বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, ওষুধটির নির্দিষ্ট ব্যাচের সবগুলো নমুনা বাজার থেকে সংগ্রহ করে তা পরীক্ষার নির্দেশ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এরপরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামে ইটভাটা শ্রমিক সুজন খানের দুই শিশু সন্তান ইয়াছিন খান এবং মোরসালিন খান জ্বরে আক্রান্ত হয়।

১০ মার্চ রাতে বাড়ির পাশের বাজারের মা ফার্মেসি থেকে বেক্সিমকোর তৈরি নাপা সিরাপ নিয়ে শিশুদের খাওয়ানো হয়। পরে শিশু দুটি মারা যায়। নড়েচড়ে বসে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

দেশের বাজার থেকে নাপা সিরাপের ওই ব্যাচের নমুনা সংগ্রহ করে তা ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে পরীক্ষার নির্দেশ দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।

বেক্সিমকোর তৈরি নাপা সিরাপ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় বাজারে বিক্রি বন্ধ থাকলেও সারাদেশে সিরাপটি বিক্রি হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, নমুনা পরীক্ষার পরই সিদ্ধান্ত নেয়া হবে।

রোববার (১৩ মার্চ) রাজধানীতে বাংলাদেশে সোসাইটি অব মেডিসিনের সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের আরও বলেন, ওই ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে; যে ফার্মেসি থেকে ওষুধ নেওয়া হয়েছিল, সেটি বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সিরাপগুলো সংগ্রহ করা হয়েছে। আমাদের তদন্ত কমিটি কাজ করছে। অপেক্ষা করছি রিপোর্ট কী আসে। সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নাপার ওই ব্যাচের ওষুধ বাজার থেকে সরিয়ে নেওয়া হবে কি না, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন: করোনা: গত ২৪ ঘণ্টায় আরও তিন মৃত্যু, নতুন শনাক্ত ২৩৩

এদিকে করোনার টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলছেন এখনো প্রায় আট কোটি ডোজ টিকা মজুদ আছে। শিগগিরই টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েও বড় ধরনের কর্মসূচির ঘোষণা আসবে।

সেই সঙ্গে দ্রুত ১২ বছরের নীচের শিশুদেরও টিকার আওতায় আনা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।


একাত্তর/আরএ

বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের নামে লন্ডনে থাকা স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত।
বেক্সিমকোকে ব্যাংক ঋণ দেবার সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল...
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৩২টি ফ্যক্টরি থাকার কথা বলা হলেও এর ১৬টিরই কোনো অস্তিত্ব নেই। অস্তিত্বহীন এই ১৬ কোম্পানির বিপরীতে ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই নিয়ে তিনবার হুগলি জেলার ফুরফুরা দরবার শরিফে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে ফুরফুরা শরিফের ইফতার মাহফিলে যোগ দিয়ে...
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর থেকে বস্তাবন্দী অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স প্রধান ও শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি সম্মেলন হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত নানা দিকে পারস্পরিক সহযোগিতার জন্যই এই আয়োজন। রোববার এই বৈঠকে যোগ...
আওয়ামী লীগকে সমর্থন করায় জাতির কাছে ক্ষমা চেয়ে চাঁদপুর মতলব দক্ষিণ থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত