সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
 

ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৫:১৫ পিএম

আসন্ন রমজান মাস উপলক্ষে ঢাকা ও বরিশাল বাদে সারাদেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম। 

রোববার (২০ মার্চ) সকাল ১০টায় জেলায় জেলায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ বিষয়ে একাত্তরের প্রতিনিধিদের পাঠানো সংবাদ ও ছবি নিয়ে এই প্রতিবেদন। 

চুয়াডাঙ্গায় ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কার্যক্রম উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দার সেলুন। 

সারা দেশের মত এ জেলায় ৪৬০ টাকায় দুই কেজি করে ডাল, তেল ও চিনিসহ মোট ছয় কেজি পণ্য ৭৪,৫৫৪ পরিবারে টিসিবির মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে।

প্রথম দিনে জেলার ২৩৯৫২ পরিবারকে দুই কেজি ডাল, দুই কেজি তেল ও দুই কেজি চিনি দেওয়া হবে। সোমবার থেকে জেলার সকল ইউনিয়ন পর্যায়ে এই পণ্য দেওয়া হবে বলে জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়।

সিরাজগঞ্জে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিতরণ জেলাব্যাপী একযোগে শুরু হয়েছে। 

জেলা সদরে জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ এ কার্যক্রমের সূচনা করেন। জেলায় এক লাখ ৬৫ হাজার একশ ৩১ জন মানুষ এ কার্যক্রমের আওতায় থাকবেন। 

image


২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে প্রত্যেকেই সাশ্রয়ী মূল্যে পণ্য দুইটি স্লটে পণ্য কিনতে পারবেন।

প্রথম স্লটের পণ্য পেয়ে নিম্নআয়ের মানুষেরা অনেকটাই স্বস্তির নি:শ্বাস ফেলছেন। বাজারের পণ্যের মূল্য ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠলেও, সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।  

জেলায় ৫৪ জন টিসিবির ডিলার জনপ্রতিনিধিসহ নির্দিষ্ট টিমের মাধ্যমে এই পণ্য সরবরাহ করবেন। 

পঞ্চগড়ে বিপি সরকারী উচ্চবিদ্যালয় মাঠে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রেলমন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন। 

image


ফ্যামিলি কার্ডের আওতায় জেলায় ৬৯ হাজার ৭৫টি পরিবারকে প্রথম দফায় মসুর ডাল, সয়াবিন তেল ও চিনি বিতরণ করা হবে। 

ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

image


দুইবারে জেলার আটটি উপজেলা ও সাতটি পৌরসভার ফ্যামিলি প্যাক কার্ডধারী মোট এক লাখ ৪৫ হাজার নিম্নআয়ের মানুষের মাঝে পণ্য বিক্রি করা হবে। অন্যান্য জেলার মতো এ জেলায়ও প্রথম পর্যায়ে দুই কেজি ডাল, দুই কেজি চিনি এবং দুই লিটার তেল বিক্রি করা হবে। 

সারাদেশের মতো রংপুরেও বিশেষ কার্ডের (ফ্যামিলি কার্ড) মাধ্যমে  প্রয়োজনীয় দ্রব্য দেয়া হচ্ছে। 

এ জেলায় আটটি উপজেলা, তিনটি পৌরসভা ও রংপুর সিটি কর্পোরেশন এলাকায়  টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়ের কার্যক্রম  শুরু হয়েছে । 

সকাল ১০টায় নগরীর রাধাবল্লভ এলাকায় এ কর্মসূচীর উদ্বোধন করেন সিটি মেয়র ও জেলা প্রশাসক। 

ফ্যামিলি কার্ডধারী প্রত্যেক উপকারভোগী রমজান মাসে তিন ধাপে দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল পাবেন। এ ছাড়া রমজানের মধ্যে দুই কেজি করে ছোলা পাবেন। 

image


জেলার ২২২টি স্পটে ১৩৫ জন ডিলারের মাধ্যমে এসব পণ্য সামগ্রী ৪৬০ টাকা প্যাকেজ মূল্যে টিসিবির বিক্রয় করা হবে। 

উদ্বোধনী দিনে জেলার ২৪টি স্পটে ২৬ হাজার ৮৯৯টি উপকারভোগী পরিবারকে এসব পণ্য সামগ্রী দেওয়া হয়েছে। 

রাঙ্গামাটিতেও শুরু হয়েছে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয়।

image


রাঙ্গামাটি পার্বত্য জেলায় ৮৭ হাজার তিনশ' ৪০টি পরিবারের জন্য উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। 

এ কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে ৫৫ টাকা দরে দুই কেজি চিনি , ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ৬৫ টাকা দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন তারা।

উল্লেখ্য, তালিকা প্রণয়ন জটিলতায় রাজধানী ঢাকা ও বরিশাল মহানগর বাদ দিয়ে রোববার থেকে শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারাদেশে সাশ্রয়ী মূল্যে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি কার্যক্রম। চলবে ৩১ মার্চ পর্যন্ত। 

এরপর আগামী ৩ এপ্রিল থেকে শুরু হবে এই কার্যক্রমের দ্বিতীয় ধাপ।


একাত্তর/এসজে

আগামী বছরের ১ জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেয়া হবে। হাতে লেখা কার্ডে আর পণ্য দেয়া হবে না।
কৃষকের পণ্যে সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে এবং সিন্ডিকেট ভাঙতে অন্তর্বর্তী সরকার কৃষিবাজার তৈরির উদ্যোগ নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
কার্ডধারীদের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে টিসিবির পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 
জুলাই মাসে শুধু তিন পণ্য কিনতে পারবেন টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারী। এ মাসেও তালিকা থেকে বাদ চিনি-পেঁয়াজ। তাই শুধু চাল, ডাল আর তেল কিনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে এক কোটি কার্ডধারীদের। 
নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুতই সংসদ নির্বাচন দেয়ার কথা জাতিসংঘকে জানিয়েছে বিএনপি। আর সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জাতীয় নাগরিক পার্টি...
ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে...
নতুন দল গঠন করে ছাত্রনেতারা যে বক্তব্য দিচ্ছে তাতে আবারও ১/১১ এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়কার মতো ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত