বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের জনগণের মঙ্গল কামনায় কাজ করে বলে মন্তব্য করেছেন বাহিনীটির প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসময় আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এখন আধুনিক বাহিনীটির সদস্যরা সবসময় দেশ ও সরকারের পাশে থেকে কাজ করে।
পরে তিনি আশুলিয়ার বাইপাইল এলাকায় বিএনসিসি প্রশিক্ষণ একাডেমীতে বিএনসিসির সেন্টার ক্যাম্পিং ও খেজুরটেক এলাকায় সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় জাতিসংঘ মিশন ও দেশে অভিজানিক সক্রিয় দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সেনাসদস্যদের উত্তরাধিকারীদের মাঝে ফ্ল্যাট হস্তান্তর করেন।
আরও পড়ুন: দলগুলোর মতপার্থক্য নিরসন করা নির্বাচন কমিশনের কাজ নয়: সিইসি
এসময় সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাহীনুল হকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একাত্তর/আরএ