শ্রম আইনে মুদ্রণজনিত ভুল থাকায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইনটিতে সম্মতি না দিয়ে ফেরত পাঠিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, মন্ত্রিসভায় পাশ হওয়ার সময়ও আইনটিতে কোনো সমস্যা ছিল না। কিন্তু সংসদে পাশ হওয়ার পর টাইপের ভুলটি দেখা যায়।
‘পরে রাষ্ট্রপতিকে বিষয়টি অবহিত করা হলে তিনি তা সংসদে ফেরত পাঠান।’
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ সংশোধনীটি নতুন সরকারের সংসদে পাশ হবে।
গত ২ নভেম্বর ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল–২০২৩’ পাশ হয় একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনে। এরপর তা পাঠানো হয় রাষ্ট্রপতির অনুমোদনের জন্য।
কিন্তু ভুল থাকায় গত সোমবার তা পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠান রাষ্ট্রপতি।
মুদ্রণ ভুলের বিষয়ে আইনমন্ত্রী বলেন, এক জায়গায় শ্রমিকদের সঙ্গে যদি মালিকরা বেআইনি আচরণ করেন, তাহলে তাদের জন্য একটি সাজার কথা আইনের মধ্যে আছে। সেটি একটু মিসপ্লেস হয়ে গিয়েছিল। যেটি ২৯৪ এর এক হওয়ার কথা ছিল, সেটি সেরকম না হয়ে, অন্যরকম হয়েছে।
‘আইনটিতে মালিকদের কিছু আচরণ ব্যাখ্যা করে দেয়া আছে। বলা আছে, কোনো মালিক কোনো বেআইনি আচরণ শুরু করলে কিংবা চালিয়ে গেলে, অথবা তা এগিয়ে নেয়ার জন্য কোনো কাজ করলে, তিনি ৬ মাস পর্যন্ত কারাদণ্ড অথবা ২০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এই সাজাটি ছিল পাঁচ হাজার টাকা, কিন্তু এটি ২০ হাজার টাকা করেছি।’
এখানেই ত্রুটিটি হয়ে গেছে মন্তব্য করে আনিসুল হক বলেন, এই ত্রুটি যখন শ্রম মন্ত্রণালয় ধরতে পেরেছে, তখন এটি বিষয়ে পদক্ষেপ নেয়া হয়। এখন রাষ্ট্রপতি এটিকে ফেরত দিয়েছেন।