সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

মন্ত্রিসভায় নতুন মুখ যারা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১১:৪৫ পিএম

শেখ হাসিনার নেতৃত্বে গঠন হতে যাওয়া সরকারে নতুন মুখ হিসেবে দেখা যাবে ১৪ জনকে। এর বাইরে কয়েকজনকে আবার নতুন দায়িত্ব দিয়ে মন্ত্রিসভায় ফিরিয়ে আনা হচ্ছে। 

বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর নাম পড়ে শোনান।

বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন মন্ত্রী যারা

নতুন সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন যারা তাদের মধ্যে নতুন মুখ হিসেবে আছেন সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, ময়মনসিংহের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আবদুস সালাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, রাজবাড়ীর সংসদ সদস্য জিল্লুল হাকিম, টেকনোক্রাট কোটায় নতুন মুখ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সামন্ত লাল সেন।

নতুন প্রতিমন্ত্রী যারা

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন যে ১১ জন তাদের মধ্যে নতুন হলেন- সিমিন হোসেন রিমি, মোহাম্মদ আলী আরাফাত, মুহিবুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম টিটু।

আবার ফিরলেন যারা

আওয়ামী লীগ সরকারের আমলে এর আগে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো দলের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নৌপরিবহন ও স্থানীয় সরকার উপমন্ত্রীর দায়িত্ব সামলানো সাবের হোসেন চৌধুরী এবার মন্ত্রী হতে যাচ্ছে। একসময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক সচিব ও দলের সাংগঠনিক সম্পাদক সাবের ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্টও হয়েছিলেন।

মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন সাবেক মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী খুলনার সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার কথা মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে জানিয়েছে। নতুন সরকারে কে কোন মন্ত্রণালয় পাবেন, তা জানা যাবে দপ্তর বণ্টনের পর।

কেএসএইচ
শেখ হাসিনার পতনের পর দুর্নীতির অভিযোগে থাকা সাবেক ১৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আট সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 
সাবেক প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, সাবেক মন্ত্রিসভার সদস্য, সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের সব সদস্যের ব্যবহৃত কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করা হয়েছে।
সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতাকারীদেরে তাণ্ডবের পর চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছেন সাত মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত