সেকশন

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
 

সংসদ প্রাণবন্ত করতে মুখিয়ে স্বতন্ত্র এমপিরা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:০১ পিএম

সরকারের সমালোচনা করে সংসদকে প্রাণবন্ত করার কথা জানালেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। তাদের অনেকেই প্রথমবারের মতো সংসদে এসে আপ্লুত ছিলেন। সংখ্যায় ১১ হলেও সংসদ কাঁপানোর কথা বললেন জাতীয় পার্টির সদস্যরা। তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকেই মূল চ্যালেঞ্জ বলছেন। এদিকে নিজের গাড়ি না থাকায় একজন সংসদ সদস্য এসেছেন অটোরিকশা চড়ে।

অন্যরা যেখানে চকচকে গাড়িতে করে সংসদে এসেছেন, তাদের বিপরীতে সিএনজিচালিত অটোরিকশায় প্রথম অধিবেশনে যোগ দিতে আসেন যশোর-৬ আসনের নির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলাম। বললেন, তার গাড়ি নেই। মানুষের ভালবাসার ঋণ কিভাবে শোধ করবেন সেটিকেই বড় চিন্তা বলছেন এই সংসদ সদস্য। 

দ্বাদশ সংসদে দেশের ইতিহাসের সবচেয়ে বেশি ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য। যারা জীবনে প্রথমবার সংসদে এলেন তারা ছিলেন আবেগাপ্লুত। বললেন আওয়ামী লীগ নেতা হলেও সংসদ প্রাণবন্ত করতে কঠোর সমালোচনায় পিছপা হবেন না। 

ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য একে আজাদ বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাকের নির্বাচিত করেছেন, আমি সেই প্রত্যাশা পূরণ করতে চেষ্টা করবো।

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, কোনো অন্যায় হলে অবশ্যই এর গঠনমূলক সমালোচনা করবো।

হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সুমন বলেন, এই সময়টা আমি ভালো করে ইবাদতের মতো কাজ করতে চাই। কেননা বেশি সময় এমপি থাকলে ইবাদত দুর্বল হয়ে যায়।

এদিকে আওয়ামী লীগের সদস্যরা মনে করেন, তাদের বড় চ্যালেঞ্জ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। জাতীয় পার্টি বলছে, তারা সিনেমার ওরা ১১ জনের মতোই কাঁপিয়ে দেবেন। 

আর কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে নির্বাচিত বাংলাদেশ কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, সমাজে বলে সিংহ এক জিনিস আর ১০০ ভেড়া এক জিনিস। আমি সিংহ হতে চাই। 

প্রথম অধিবেশন দেখতে আসেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত পিটার হাস সহ বিদেশী রাষ্ট্রদুত ও মিশন প্রধানরা।

একাত্তর/এসি
সরকারের মধ্যে রাসেলস ভাইপার সাপ চলে এসেছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন। 
দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার।
দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে ২ মে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন।
ব্যক্তিগত সুবিধা আদায়ের আশায় একদল সাংবাদিক স্বৈরাচারের দালালি করেছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে বর্তমানে যে আইন আছে তা পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা নির্ধারণ আইন মানুষের আকাঙ্খা অনুযায়ী...
যুদ্ধবিরতির পর গাজায় ফিরে তীব্র খাদ্যের সংকটের মুখে পড়েছেন ফিলিস্তিনিরা। এক টুকরো রুটির জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। উত্তরাঞ্চলে পর্যাপ্ত আবাসন, পরিষ্কার পানি, খাদ্যের...
টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ (৫৪) তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত