বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুথানে গেলো ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। একইদিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর এই সরকার ১০০ দিন পার করেছে।
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে একাত্তরের মুখোমুখি হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপ ও সংস্কার কাজের অগ্রগতি নিয়ে। এছাড়াও অভ্যুথান, প্রশাসন ও নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করেছেন এ ছাত্রনেতা।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি নিয়েছেন একাত্তর টেলিভিশনের সিওও এবং বার্তা প্রধান শফিক আহমদ।
সাক্ষাৎকারটি দেখতে একাত্তর টিভির ইউটিউব চ্যানেলের লিংকটিতে ক্লিক করুন।