রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত গাজীপুর মেট্রোপলিটনের সাবেক কমিশনার ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আলাদা দুটি প্রজ্ঞাপনে এই বরখাস্তের তথ্য প্রকাশ করা হয়েছে।
এদিকে, মোল্যা নজরুলের গ্রেপ্তারের পর থেকেই গাজীপুরের ব্যবসায়ীরা অনেকটাই আছেন স্বস্তিতে।
গাজীপুরের সাবেক পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। ২০০৭ সালে গাইবান্ধা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এরপর ২০১২ সালে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়।
২০১৫ সালে তাকে পুলিশ সুপার হিসেবে জয়পুরহাট জেলার দায়িত্ব দিয়ে পাঠানো হয়। ২০১৬ সালে জয়পুরহাট মিশন শেষে মোল্যা নজরুলকে বিশেষ পুলিশ সুপার পদে অপরাধ তদন্ত বিভাগে নিয়ে আসা হয়। ২০১৯ সালে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ার পর তাকে দায়িত্ব দেওয়া হয়, আরেক বিশেষায়িত ইউনিট নৌ পুলিশে। ২০২২ সালের ১৩ জুলাই তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করেন।
গাজীপুরের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়ার পরই তিনি ব্যবসায়ীদের জন্য আতঙ্কের নাম হয়ে উঠেন। তিনি নাকি টাকা ছাড়া কিছুই কিছুই চিনতেন না, এটি গাজীপুরের ব্যবসায়ীদের মগজে ঢুকিয়ে দেয়া হয়েছিল। টাকা না দিলে, মামলার ভয় দেখিয়ে নানাভাবে হয়রানি করা হতো। বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান ও লাগেজ কাটা পার্টিকেও শেল্টার দিতেন তিনি, এমন অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে।
গেল ৮ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মোল্যা নজরুলের বিরুদ্ধে মানববন্ধন করেন এক গার্মেন্টস মালিক। তাঁকে কিভাবে ব্যাবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন,সেটি তুলে ধরেন। তিনি দাবি করেন, ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে এক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মোল্যা নজরুল।
তিনি ছিলেন সাবেক বিতর্কিত আইজিপি বেনজীর আহমেদের ঘনিষ্ঠজন। বেনজীর আহমেদ তাঁকে নানা অপকর্ম করার সুযোগ করে দিতেন বলেও অভিযোগ রয়েছে। ক্রসফায়ার ও গুমের সাথেও জড়িত ছিলেন তিনি। এমনকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ও তাঁর বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ আছে। সে সময় নজরুল এস এম হলে ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন।
সিলেটের আরেক সমালোচিত পুলিশ সুপার আব্দুল মান্নানকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় কারাগারে আছেন। তাকেও বরখাস্ত করা হয় সোমবার। এর আগে আলোচিত দুই পুলিশ কর্মকর্তঅ বিপ্লব কুমার সরকার ও এডিসি মেহেদি হাসানকেও সরকারি চাকুরি থেকে বরখাস্ত করা হয়।