সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
 

অল্প হলেও প্রবাসীদের ভোট নিতে চায় নির্বাচন কমিশন: সিইসি

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৫:১৬ পিএম

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, প্রবাসীদের আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ করে দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক ও রাজনৈতিক বিবেচনায় স্বল্প পরিসরে হলেও এই পদ্ধতিতে ভোট নিতে চায় নির্বাচন কমিশন। 

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণে এক কর্মশালা তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালায় নির্বাচন কমিশনসহ ২২টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের ৮০ জন প্রতিনিধি অংশ নেন। যারা প্রক্সি ভোট, অনলাইন ভোট ও পোস্টাল ভোটের বিষয়ে মতামত দেন। 

উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেন, প্রবাসীদের ভোটের আওতায় আনা চ্যালেঞ্জিং, তবে আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। 

সিইসি জানান, বাস্তবতা বিবেচনায় প্রবাসীদের ভোট দেয়ার চূড়ান্ত পদ্ধতি ও পরিধি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিশেষজ্ঞদের আজকের কর্মশালা থেকে সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ হবে আশা করি। যে পদ্ধতি আপনারা সাজেস্ট করবেন, সে অনুযায়ী আমরা উদ্যোগ নেবো। এরপরই পদ্ধতি নিয়ে একটা আর্কিটেকচার দাঁড় করানো হবে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, পোস্টাল ও অনলাইন ভোটিং পদ্ধতি এখানে তেমন কার্যকর হবে না। প্রক্সি ভোটিং পদ্ধতিই উপযোগী।

এর আগে কমিশন জানিয়েছিলো প্রবাসীদের ভোটের আওতায় আনতে হলে প্রক্সি ভোটেই যেতে হবে। প্রক্সি পদ্ধতির ভোটসহ তিনটি পদ্ধতি নিয়ে তখন থেকেই পর্যালোচনা চলছে।

একাত্তর/এসি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়।  
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আপনি যতোই নির্বাচন কমিশনকে (ইসি) স্বাধীন বলেন না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন করা সম্ভব না। কারণ সরকারের সহযোগিতা নিয়েই আমাদের...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। 
সংসদ নির্বাচনের দল ও প্রার্থীর আচরণবিধি ও সংসদীয় আসনের সীমানা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৯৪ জন। এ সময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি।
মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল ও ইরানের মধ্যে অব্যাহত গুলিবর্ষণের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের। 
চাঁদপুরে সম্পত্তি নিয়ে বিরোধে এক মাদ্রাসা ছাত্রকে হত্যায় দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন প্রক্রিয়ায় আরো এক ধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত