আগামী আগস্ট মাসের আগেই আশু বাস্তবায়নযোগ্য সংস্কারের কাজ শেষ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সংবিধান সংশ্লিষ্ট সংস্কার ও জুলাই সনদ প্রণয়ন এবং বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এমেন্ডম্যান্ট অর্ডিন্যান্সের খসড়ার ওপর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাসহ আইন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তারা অর্ডিন্যান্সের খসড়ার ওপর নিজেদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। আগস্টের আগেই এখনই বাস্তবায়নযোগ্য সংস্কার কাজ শেষ হবে।
শেখ হাসিনাকে জুলাই গণহত্যার ‘মাস্টারমাইন্ড’ উল্লেখ করে তিনি বলেন, তার (শেখ হাসিনা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ফলে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করার সহজ হবে।
দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়ন করার কথাও জানান উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনার আলোচনা করে সাংবিধানিক সব সংস্কার করতে চায় অন্তর্বর্তী সরকার।
এখন পর্যন্ত কী কী সংস্কার হয়েছে, জানতে চাইলে আসিফ নজরুল বলেন, সবাই মন খুলে কথা বলতে পারছেন, এটাই সবচেয়ে বড় সংস্কার।