ঈদের দিন ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সিলেটসহ ঢাকার পূর্বাঞ্চলের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এসময় তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপরে থাকলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৬ জুন) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল করিম জানান, আগামী এক সপ্তাহে সমুদ্রে লঘুচাপ নেই তাই সারাদেশে ভারী বর্ষণের সম্ভাবনা নেই।
এবার আগাম বর্ষা এসেছে। তবে আগামী এক সপ্তাহে সাগরে লঘুচাপ তৈরি শঙ্কা নেই বলছে আবহাওয়া অফিস।
টানা কয়েকদিনের বৃষ্টির পর আজ ঢাকার আকাশ বেশ ঝকঝকে।