সেকশন

শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
 

নির্বাচন কমিশনকে সহায়তায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৪:৫৩ পিএম

নির্বাচন কমিশন যখন নির্বাচনের তারিখ ঘোষণা করবে তখনকার জন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনের তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো সেই নির্ধারিত তারিখে নির্বাচন পরিচালনায় সহযোগিতা প্রদানের জন্য পূর্ণ প্রস্তুত।

পুলিশের কার্যক্রম কাঙ্ক্ষিত মাত্রায় সক্রিয় কিনা—এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি সক্রিয়তার অর্থ এই মনে করা হয় যে পুলিশ সবসময় মানুষের ওপর নির্যাতন চালাবে, যেমনটি আমরা গত পনেরো বছরে প্রত্যক্ষ করেছি, তবে আমরা সেই ধরনের পুলিশ বাহিনী চাই না। আমাদের কামনা একটি জনবান্ধব পুলিশ বাহিনী, যারা জনগণের সেবায় নিয়োজিত থাকবে।

তিনি বলেন, পুলিশ নাগরিকদের সঙ্গে সম্মানজনক আচরণ করে তাদের কর্তব্য পালন করবে। তারা এখন আগের তুলনায় অনেক বেশি সক্রিয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো।

একাত্তর/আরএ
প্রবাসী ভোটারদের জন্য ৪৮ কোটি টাকা ব্যয়ে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট সিস্টেম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 
গত তিন সংসদ নির্বাচন ‘সুন্দর, গ্রহণযোগ্য’ হয়েছে বলে সাফাইকারী বিদেশি পর্যবেক্ষকদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর অনুমোদন দেবে না নির্বাচন কমিশন (ইসি)।
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলেও দাবি করেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-...
গত ১২ জুন ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় ২৬০ জন নিহত হন। এই ঘটনায় বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জন এবং মাটিতে ১৯ জন মারা যান।
কুমিল্লায় একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানিয়েছে, একদল গরু চোরাকারবারিকে বাধা দিলে তার ইট-পাটকেল ছোড়ে। এতে বিএসএফ প্রথম সাউন্ড গ্রেনেড ও পরে...
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে লালচাঁদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত