আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানীসহ সারাদেশে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
এরইমধ্যে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ভারি বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ৭৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় সন্দ্বীপে।
মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে দেশের সব সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পার্বত্য এলাকায় পাহাড় ধস নিয়েও দিয়ে রাখা হয়েছে সতর্কতা সংকেত।
আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, আগামী চার থেকে পাঁচদিন বৃষ্টি অব্যাহত থাকবে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৭ মিলিমিটার।