রাজধানীর রামপুরার চৌধুরী পাড়ায় ভাঙ্গারীর দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হচ্ছেন, নাদের (৫০) গত রাতে ও সিদ্দিক (৫০)। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজনের মৃত্যু হলো।
নাদের রোববার (৬ মার্চ) রাতে ও সিদ্দিক সোমবার (৭ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন।
তিনি জানান, নাদেরের শরীরের ৪৩ শতাংশ ও সিদ্দিকের ৫৪ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে রোববার হেলাল উদ্দিন শেখ (৫০) নামে একজন মারা যান। তার শরীরের প্রায় ৮৫ শতাংশ দগ্ধ ছিল।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ দু' টি মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: মতিঝিলে ১৫ তলা ভবনে ফাটল, ব্যবহারকারীরা নিরাপদে
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর চর পাড়া গ্রামের মৃত মো. লোহাই সরদারের ছেলে সিদ্দিক।
তার স্ত্রী রহিমা বেগম। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। অন্যদিকে জামালপুরের আলিম মাহমুদের ছেলে নাদির।
উল্লেখ্য, গত বুধবার (৩ মার্চ) দিবাগত রাত দেড়টায় মালিবাগ চৌধুরী পাড়া মাটি মসজিদ সংলগ্ন একটি ভাঙ্গারীর দোকানের মালামাল ট্রাকে তোলার সময় হাত থেকে গ্যাস সিলিন্ডার পড়ে গিয়ে বিস্ফোরণ হলে পাঁচজন দগ্ধ হন।
তাদের সবাইকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।
একাত্তর/এসজে