দীর্ঘ এক যুগ চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে মানুষের মন জয় করে নেওয়া দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল একাত্তর টেলিভিশন পথ চলার ১২ বছর পূর্ণ করলো।
বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ হাই ডেফিনেশন (এইচডি) ২৪ ঘণ্টার নিউজ চ্যানেল- একাত্তর। ‘সংবাদ নয়, সংযোগ’ এই শ্লোগানকে নিয়ে পথ চলা শুরু করে, কালের পরিক্রমায় একাত্তর টেলিভিশন এখন দেশের অন্যতম শীর্ষ নিউজ চ্যানেল।
এই সময়ে সাম্প্রদায়িকতা, কুসংস্কার, অনিয়ম-দুর্নীতি ও যে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি কখনো আপোষ করেনি মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা একাত্তর টেলিভিশন। বরাবরই এসবের বিরুদ্ধে সংবাদ প্রচার করেছে গণমাধ্যমটি। তুলে ধরেছে বাংলাদেশের এগিয়ে যাওয়ার খবর।
২০১২ সালের এই দিনে সংবাদকে আপামর জনসাধারণের সাথে যুক্ত করার প্রয়াস নিয়ে পথচলা শুরু করে একাত্তর টেলিভিশন। বহু নতুনের জন্ম দেওয়া একাত্তর দ্বিধাহীন ও সাবলীলভাবেই একযুগ পেরিয়ে এলো; যা বাংলাদেশের সংবাদভিত্তিক টেলিভিশনের খুব সামান্য নজিরগুলোর মধ্যে দৃষ্টান্ত।
এই দৃষ্টান্তকে দেখা হচ্ছে, ‘এক যুগে একাত্তর, যুগ বদলে একাত্তর’ হিসেবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে যুদ্ধে শামিল দেশের মানুষ, সেই অভিন্ন লক্ষ্যের ধারক হিসেবে দেশের মানুষের পাশে সব সময়ই থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে একাত্তর টেলিভিশন।
সম্প্রচারে এসেই সংবাদ প্রচারে নতুনধারা আর ভিন্নমাত্রা যোগ করে নতুন প্রজন্মের এই টেলিভিশন চ্যানেল। কুসংস্কার, ধর্মান্ধতা আর মৌলবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কারণে খুব কম সময়েই জয় করে গণমানুষের হৃদয়। সেই সঙ্গে মোকাবিলা করতে হয়েছে বহু প্রতিকূলতা, তারপরও আপোষ করেনি একাত্তর। যেখানেই সামাজিক অন্যায়-অবিচার হয়েছে, সেখানেই ছুটে গেছে একাত্তর টেলিভিশন।
দেশের প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক ও খেলার খবরের মাধ্যমে এরই মধ্যে একাত্তর বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে আপোষহীন সংবাদ ও দেশীয় সংস্কৃতি।
একাত্তর টিভির পথচলায় বরাবরই প্রাধান্য পেয়েছে খবরের পেছনের খবর। এক যুগের বন্ধুর পথেও একাত্তর কখনোই মাথা নত করেনি কোনো অপশক্তির কাছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে এমনটাই বলছেন একাত্তরের কারিগররা।
একাত্তর টিভি তার পথচলায় বরাবরই গণমানুষের মুখপাত্র হিসেবে ভূমিকা রেখেছে। নানা প্রতিকূলতায় পাশে দাঁড়িয়েছে গণমাধ্যম কর্মীদেরও। সব ধরনের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও একাত্তর টেলিভিশন অবস্থানে দৃঢ় থাকবে। কারণ একাত্তর মানেই বাংলাদেশ।
যুগপূর্তি উপলক্ষে এক বার্তায় বাংলাদেশসহ বিশ্বের সব প্রান্তের দর্শক, পাঠক, বন্ধু ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে একাত্তর কর্তৃপক্ষ।