আলোচিত অভিনেত্রী পরীমণিকে আটকের পর উত্তরায় র্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। এসময় বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে র্যাবের কয়েকটি গাড়ি পরীমণির বনানীর বাসায় প্রবেশ করে। এসময় জনতার ভিড় ঠেলে পরীমণিকে গাড়িতে তোলা হয়। পরে র্যাব সদরদপ্তরে তাকে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: পরীমণি আটক, বাসা থেকে মাদক উদ্ধার
এর আগে বুধবার বিকাল ৫টার কিছু সময় আগে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর বনানীতে পরীমণির বাড়িতে অভিযান চালায় র্যাব। বিপুল পরিমাণ মদ পাওয়া যাওয়ায় তাকে আটক করে বাহিনীটি।
অভিযানে থাকা র্যাবের একাধিক কর্মকর্তা বলেন, আমরা পরীমণির বাড়ির প্রতিটি রুম তল্লাশি করছি। সেখানে বিপুল পরিমাণ মদ পাওয়া গেছে। তাকে আটক করা হয়েছে। তবে বিস্তারিত পরে জানানো হবে।
একাত্তর/এআর