দেশকে ২০৪১ সালে উচ্চ মধ্যম আয়ের দিকে এগিয়ে নিতে কার্যক্রম চলছে। এটি সফল করতে নতুন প্রজন্মকে পূর্বসূরিদের থেকে আরও আধুনিক ও পরিবর্তনকামী করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।
সিআরআই-এর ত্রৈমাসিক পলিসি বিষয়ক ম্যাগাজিন হোয়াইটবোর্ডের সপ্তম সংখ্যার সম্পাদকীয়তে কথাগুলো বলেন তিনি।
রাদওয়ান মুজিব সেখানে আরো বলেন, বিশ্বের ক্রমবর্ধমান পরিবর্তনকে মোকাবিলা করতে পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার বিষয়কে এখন অগ্রাধিকার দেয়া হচ্ছে।
আগামী দুই দশকে দেশকে তিনটি মাইলফলকে এগিয়ে যেতে হবে জানিয়ে ত্রৈমাসিক হোয়াইটবোর্ডের প্রধান সম্পাদক রাদওয়ান মুজিব বলেন, ২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল ও ২০৪১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের অর্থনীতিতে উন্নীত হওয়ার পাশাপাশি ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে আমাদের।
আরও পড়ুন: নির্ধারিত সময়েই হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
তিনি বলেন, 'বর্তমানে যারা স্কুলে পড়ছেন তারাই আগামী দুই দশকে দেশকে নেতৃত্ব দিয়ে অগ্রগতি অব্যাহত রাখার দায়িত্ব পালন করবে।'
এক পর্যবেক্ষণে তিনি বলেন, আগামী ২০ বছরে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণে ভবিষ্যতের নীতিনির্ধারকদের কথা ভাবতে হবে।
একাত্তর/এসজে