জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে পাঠানোবিএনপির পাঠানো অভিযোগকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলছে আওয়ামী লীগ।
রিপোর্ট তৈরির সাথে জড়িতদের রাজনৈতিক পরিচয়ও বিশ্বের কাছেতুলে ধরেছেন নেতারা। তারাবলেন,বিএনপি বিদেশিদের কাছে ধর্না দিলেও, এখন বিদেশিরাওপ্রকৃত সত্য যাচাই করে।
দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিএনপির সাথে বৈঠকেরএকদিন পর গেলো ১৮ আগস্ট আওয়ামী লীগের সাথে বৈঠক করেন জাতিসংঘের এশিয়া প্যাসেফিক অঞ্চলেরমানবাধিকার বিষয়ক প্রধান। তখনপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও বৈঠক করে প্রতিনিধি দলটি।
বৈঠকে সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে মানবাধিকার লংঘনেরবিষয়ে বিএনপির দাবিকে পক্ষপাতদুষ্ট বলে জানানো হয়।
আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, বিএনপি একটি বিশেষ এজেন্ডা নিয়ে মানবাধিকার সংগঠনসহ বিদেশিদের কাছে রিপোর্টপাঠাচ্ছে। যাউদ্দেশ্য প্রনোদিত।
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ বলেন, অভিযোগ জানানো এই সংগঠনগুলোর বেশিরভাগই অস্তিত্বহীন।
আর দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, পারিবারিক দ্বন্দ্বেরমতো ঘটনাকেও বিদেশীদের কাছে মানবাধিকার লংঘন বলে দাবি করে বিএনপি। এখন বিদেশিরাও সবযাচাই বাছাই করে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আইজিপির ভিসা দেশের জন্য অবমাননাকর: ফখরুল
তারা বলেন, মানবাধিকার ইস্যু বা নির্বাচন নিয়ে বিএনপিবিদেশিদের দিয়ে প্রতিনিয়ত চাপ তৈরির চেষ্টা করছে। তবে সরকার ও আওয়ামী লীগ কারো কাছ থেকে চাপে নেই।