সেকশন

রোববার, ২২ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
 

উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্ত না মানলে আসছে কঠোর ব্যবস্থা

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৭:১২ পিএম

উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ মানছেন না কেউ কেউ। ৩৩টি উপজেলায় চেয়ারম্যান পদে স্থানীয় এমপির প্রায় অর্ধশত প্রার্থী আছে।

আগামী ৩০ এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে তালিকা প্রকাশ ও দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নেতারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও প্রার্থিতা উন্মুক্ত করে দেওয়ার সুযোগে উপজেলা নিজের নিয়ন্ত্রণে রাখতে চান এমপিরা। এ ক্ষেত্রে দলের নিষেধও শুনছেন না অনেকেই।

প্রথম ধাপের ১৫০টি উপজেলায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সোমবার। এই ধাপের ভোট আগামী ৮ মে। এখন পর্যন্ত নাটোরের সিংড়ায় একজন প্রতিমন্ত্রীর আত্মীয় চেয়ারম্যান প্রার্থী রুবেল এবং মাগুরার শালিখায় এমপির আত্মীয় প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এর বাইরে কোনো এমপির স্বজন প্রার্থিতা প্রত্যাহার করেননি। উল্টো প্রত্যাহার না করার ঘোষণা দিয়েছেন কেউ কেউ।

নেতারা বলছেন, দলের শীর্ষ নেতৃত্ব যে দেশী-বিদেশি চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতীয় নির্বাচনে দলকে বিজয়ী করেছেন, তার রাজনৈতিক প্রজ্ঞা ও নির্দেশনা সবাইকে মানতে হবে।

দ্বাদশ জাতীয় নির্বাচনে দলের প্রার্থিতা উন্মুক্ত করার বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলার জন্য আমাদের নেত্রীর নতুন উদ্ভাবন বলা চলে। আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচন দিয়ে ৪২ শতাংশ ভোটার কেন্দ্রে নিয়ে আসা, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করা। আমাদের মধ্যে সবাই লড়ালড়ি করুক। কিন্তু আওয়ামী লীগ কিংবা নৌকা নিয়ে কোনো যুদ্ধ নেই।

নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ৩০ শে এপ্রিল গনভবনের বৈঠক থেকে সিদ্ধান্ত আসবে।

সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, আমরা আশা করছি অনেকে প্রার্থিতা প্রত্যাহার করবে। ৩০ তারিখ কেন্দ্রীয় কমিটির মিটিং আছে। সেদিন আমরা বলতে পারবো, কয়জন সরে দাঁড়িয়েছে। কয়জন প্রত্যাহার করেছে।

নির্দেশ অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারি দিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, মাননীয় নেত্রী শেখ হাসিনা কঠিন বার্তা দিয়েছেন। নির্দেশ না মানলে দলীয় মৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এবার চার ধাপে উপজেলা নির্বাচন হচ্ছে।আওয়ামী লীগের নির্দেশনা মানতে আজকের মধ্যেই এমপি মন্ত্রীদের স্বজনদের মনোনয়ন প্রত্যহার করতে হবে।

 

 

কেএসএইচ
যারা আওয়ামী লীগের মতো আচরণ, জোর করে অধিকার হরণ করে, চাঁদাবাজি করে–তারা আওয়ামী লীগের মতো হয়ে যাবে। এগুলো করা যাবে না। এখন প্রফেশনাল চাঁদাবাজরা বিএনপির নাম ভাঙায় বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব...
ঐকমত্যের ভিত্তিতে সবাই মিলে প্রণয়ন করবে জুলাই সনদ। যেখানে থাকবে নতুন বাংলাদেশ পরিচালনার রূপরেখা।
আসছে জুলাইয়ে নিবন্ধন পেতে যাচ্ছে অভ্যুত্থাণকারী শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি -এনসিপি। দলটির আহ্বায়ক বলছেন, ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে ২২ জুনের আগেই।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে দুর্নীতির অভিযোগ নিয়ে ‘ভুল–বোঝাবুঝির’ অবসান করতে চান যুক্তরাজ্যের সাবেক ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিক।
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। 
শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত