নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে সারাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে ৮ দিনে ৬৪ জেলায় এই কর্মসূচি পালন করা হবে।
সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে কোথায়- কবে সমাবেশ এবং কেন্দ্রীয় নেতাদের কে কোথায় বক্তব্য দেবেন তা জানানো হয়েছে।