সেকশন

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
 

চাঁদাবাজি-দুর্নীতি ঠেকাতে কঠোর অবস্থানে গণতান্ত্রিক ছাত্রসংসদ

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৩:১৩ পিএম

চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, অস্বচ্ছতা এবং নীতিবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।  

শনিবার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। 

এতে বলা হয়, আমরা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ দৃঢ় ও স্পষ্টভাবে বলতে চাই যে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যেকোনো পর্যায়ের নেতাকর্মী যদি চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, অস্বচ্ছতা এবং নীতিবহির্ভূত কোনো ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে তাহলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে বিন্দুমাত্র ভাববে না।

আমরা মনে করি, জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের চিন্তায় এবং চেতনায় এক নতুন বাংলাদেশের রূপকল্প এসে হাজির হয়েছে। আমরা এক নয়া রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই যেখানে রাজনীতি হবে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত এবং গণমানুষের সেবায় নিয়োজিত। কিন্তু এর মাঝে লক্ষ্য করা যাচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও কতিপয় বিপথগামী ব্যক্তি রাজনীতির পুরানো বন্দোবস্ত তথা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস থেকে বের হতে পারছে না। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এক্ষেত্রে আমরা যেমন অন্যান্য রাজনৈতিক শক্তিকে এ ব্যাপারে সাবধান করে দিতে চাই তেমনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বর্তমান নেতৃবৃন্দ, সংগঠক ও সদস্যদের কেও এই ব্যাপারে স্পষ্টভাবে হুঁশিয়ার করে দিতে চাই যে, আমরা আমাদের কমিউনিটিতে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের জায়গা দেবো না এবং যারা এ ধরনের অপকর্ম, নৈতিক স্খলনের সাথে যুক্ত থাকবে তাদেরকে সাংগঠনিকভাবে স্থায়ী বহিষ্কার করার পাশাপাশি আইনের আওতায় আইনানুগ বিচার প্রক্রিয়ার মাঝে যাতে তারা আসে এ ব্যাপারে রাষ্ট্র এবং সরকারকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সর্বোচ্চ সহায়তা করবে। 

এর বাইরে ভবিষ্যতেও যারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সাথে রাজনৈতিক কিংবা সামাজিকভাবে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করে তাদের মাঝেও যদি এ ধরনের প্রবণতা কিংবা কোনো বিশেষ নিয়ম বহির্ভূত আকাঙ্ক্ষার জন্ম দেয় তাহলে আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা জুলাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে আছি। আমাদের প্রতিজ্ঞা এবং আকাঙ্ক্ষা গণমানুষের স্বপ্নকে বাস্তবায়ন করে দেশের শিক্ষাঙ্গণ এবং সামাজিক পরিসরে সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতির সূচনা করা এবং যারা তাতে বাঁধা প্রদান করবে তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা- আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এই ব্যাপারে সর্বদা দেশের মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকবো এবং এ ধরনের কর্মকাণ্ডকে আশ্রয়, প্রশ্রয় দেয় তেমন কাউকে রাজনৈতিক সহাবস্থানের সুযোগ করে দেবো না।

দেশের সার্বিক পরিস্থিতিকে সুদৃঢ় করতে ক্রিয়াশীল অন্যান্য সামাজিক ও রাজনৈতিক শক্তিগুলোকেও চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের আহ্বান জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।

আরবিএস
জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি নিয়ে কোনোভাবেই একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। বেশ কিছু দল এনসিসি গঠনে একমত হলেও এই মুহূর্তে এনসিসির প্রয়োজন নেই বলে মতামত দিয়েছে বাকিদলগুলো।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে।
বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেরই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান না করানোর জন্য...
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আদালত। 
ভয়াবহ দাবানল থেকে রক্ষা করতে স্পেনের উত্তর-পূর্ব তারাগোনা প্রদেশের ১৮ হাজারের বেশি বাসিন্দাকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্স। দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় প্রায় তিন হাজার...
ইরান থেকে আরও ১০ লক্ষ মানুষকে আফগানিস্তানে ফেরত পাঠানো হতে পারে সতর্ক করেছে রেডক্রস। আন্তর্জাতিক এই দাতব্য সংস্থাটি জানিয়েছে, তেহরান আরও ১০ লক্ষ আফগানকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।...
ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে রুশ নেতা ভ্লাদিমির পুতিন গড়িমসি করায়, কিয়েভকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপর, মঙ্গলবার ক্রেমলিন...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৫১ জনের মৃত্যু হলো। একই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৫ জন। এ বছরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত