বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো অলিক ধারণা বা আবেগের বসবর্তী হয়ে নয়, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, ধর্মীয় মূল্যবোধ মাথায় রেখেই সব সঙ্কট মোকাবেলা করতে হবে। পাশাপাশি সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।
তার পরামর্শ, সমস্যা, সঙ্কট, চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচনের দিকে যাওয়াই হবে সবচেয়ে ভালো।
শুক্রবার (২১ মার্চ) বিএনপি আয়োজিত বিশিষ্ট নাগরিক এবং পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে রাজধানীর লেডিজ ক্লাবে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময় ১৫ বছর পর সবাই মিলে মুক্তভাবে ইফতার করার বিষয়টি অনেকটা স্বস্তির উল্লেখ করে ফখরুল বলেন, আজকে দেশ একটা কঠিন সময় অতিক্রম করছে। অভ্যূত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে ঠিক। কিন্তু সরকারে দায়িত্বে যারা আছেন, তারাসহ এখন সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি বাংলাদেশে উগ্রবাদীদের পথে না চলে যায়, সেদিকেও সজাগ থাকতে হবে।