সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

চাপিয়ে দেয়া নয়, সংস্কার হতে হবে ঐকমত্যের ভিত্তিতে: বিএনপি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:০৩ পিএম

সংস্কারের নামে চাপিয়ে দেয়া কোন সিদ্ধান্ত বিএনপি মানবে না বলে সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন দলের নীতি নির্ধারকরা। একাত্তর টেলিভিশনকে তারা জানান, ঐক্যমত্যের ভিত্তিতে বিএনপি অবশ্যই সংস্কার চায়, তবে তা যেন কোন ভাবেই জনগণের বিপক্ষে না যায়।

তারা অভিযোগ করেছেন, বিএনপি আওয়ামী লীগের সাথে আপোষ করবে বলে, সামাজিক মাধ্যমে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে।

রাষ্ট্র সংস্কারের লক্ষে গঠিত ঐক্যমত্য কমিশন কাজ করছে। কমিশনকে কাজের জন্য ছয় মাস সময় নির্ধারণ করে দিয়েছে সরকার। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাব এবং মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসবে কমিশন। নির্ধারণ হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণও।

এরই মধ্যে দেশের বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনে তাদের মতামত জমা দিয়েছে। সংলাপও হয়েছে বেশ কটি দলের সঙ্গে, অপেক্ষায় রয়েছে বড় দলগুলো। যদের সাথে সংলাপের মধ্য দিয়ে একটি ঘোষণাপত্র প্রস্তুত হওয়ার কথা।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস জানান, আইনি বৈধতাসম্পন্ন একটি টেকসই সংস্কার করতে হলে নির্বাচনের বিকল্প নেই এবং এই সংস্কার হতে হবে ঐক্যমত্যের ভিত্তিতে।

তারা বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আবারও পর্যালোচনার আহবান জানিয়েছে বিএনপি। তারা সোজা কথায় জানিয়ে দেন, চাপিয়ে দেয়া কোন কিছুই মেনে নেয়া হবে না।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের সাথে আপোষ করবে বিএনপি, এমন কথা বলে একটি মহল দেশে বিভক্তি সৃষ্টির পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম এই সদস্য।

 

এআরএস
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে.
ফ্যাসিবাদের দোসররা পাচার করা টাকা দিয়ে বিভিন্ন খুনি বাহিনী তৈরি করে ক্রিমিনাল কাজ করছে। সরকারের নিষ্ক্রিয়তায় তারা আদালতেও দেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব...
দেশ গঠনে বিএনপির ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহবান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এখন আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে সে দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। কারণ, প্রশাসন আপনাদের হাতে, অন্যসব স্টেট মেশিনারি আপনাদের হাতে। আওয়ামী লীগকে নিয়ে আপনারা কী করবেন সেটা আপনাদেরই ঠিক করতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থী মুক্ত হয়েছেন বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। তবে পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে বলে...
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং বাংলাদেশ পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে ইতালি সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত