সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

অচলাবস্থা নিরসনে নির্বাচনই একমাত্র পথ: ফারুক

আপডেট : ০৪ মে ২০২৫, ০৪:৫৬ পিএম

বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে গ্রহণযোগ্য নির্বাচনই একমাত্র পথ বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি দাবি করেন, দেশের ৭৫ ভাগ মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে এবং বিএনপি কখনোই জোর করে ক্ষমতায় যেতে চায় না। 

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন বলেন, বিএনপি জনগণের দল বলেই বারবার নির্বাচনের কথা বলে। কিন্তু কেতাবি সংস্কার দিয়ে নির্বাচন হবে না। দরকার নির্বাচনের উপযোগী বাস্তবমুখী সংস্কার।

তিনি স্পষ্টভাবে জানান, যে নির্বাচন রাতে হয়, ভোট ডাকাতি হয়, জনগণের অধিকার হরণ হয়- সেই নির্বাচন বিএনপি চায় না। আমরা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চাই না। বিএনপি বারবার নির্বাচনের কথা বলেই প্রমাণ করছে, এ দলটি জনগণের অধিকার ও ভোটের মর্যাদায় বিশ্বাস করে।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। জিয়াউর রহমান দেশের নির্বাচন পদ্ধতিকে সহজতর করেছিল। ভোটের কথা বললে একটি কুচক্রী মহলের গাত্রদাহ হয়। এ সময় দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

এই অবস্থায় তিনি দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। বিএনপির পক্ষ থেকে এ দাবির পেছনে রয়েছে জনগণের ইচ্ছা, গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতি এবং একটি প্রতিনিধিত্বশীল ব্যবস্থার প্রত্যাশা।

এআরএস
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংস্কার করার মধ্য দিয়ে নতুন গন্তব্যে পৌঁছাতে চায় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 
লন্ডনের বৈঠক জাতির জন্য ইতিবাচক, এটিকে প্রশ্নবিদ্ধ করে সামনের চলার পথে বিঘ্ন সৃষ্টি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জনগণের যে প্রত্যাশা ছিলো রোজার আগে নির্বাচনের সেটা পূরণ হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত