সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

ইতিহাসের সাক্ষী হতে এসেছেন বিএনপির কর্মী-সমর্থকরা

আপডেট : ০৬ মে ২০২৫, ০১:৩৬ পিএম

হাজার হাজার নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে, বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার পথে চলতে শুরু করে বিএনপি নেত্রী খালেদা জিয়ার গাড়িবহর।

ফুল, ব্যানার, পতাকা বহনের পাশাপাশি স্লোগানে খালেদা জিয়াকে পথে পথে শুভেচ্ছা জানান তারা। এ সময় তারা বলেন, খালেদা জিয়ার ফেরার ঘটনা একটি ইতিহাস, আর সেই ইতিহাসের সাক্ষী হতে চেয়েছেন তারা। 

চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর দেশে ফেরেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 
বেলা ১১টা ২০ মিনিটে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পথে রওয়ানা হয় খালেদা জিয়ার গাড়িবহর। নিজের দীর্ঘদিনের নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসেছিলেন খালেদা জিয়া। পেছনের সিটে বসেছিলেন দুই পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও শর্মিলা রহমান। 

সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন। খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারা স্লোগান ও করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেন।

নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতিতে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কের দুই পাশ উৎসবমুখর হয়ে ওঠে। নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে খালেদা জিয়ার গাড়ি বহর। 

এ সময় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মী-সমর্থকরা বলেন, দল ও খালেদা জিয়ার প্রতি ভালোবাসা থেকেই তারা এসেছেন। তারা মনে করেন, খালেদা জিয়া আগমনে বিএনপির নির্বাচনের দাবি আরও জোরালো হবে। তারা আরও জানান, খালেদা জিয়ার দেশে ফেরা একটি ইতিহাস। এই ইতিহাসের সাক্ষী হতে চান তারা।

আর, বিএনপি নেতাকর্মী বলেন, বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে যেভাবে নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন, তা দলের প্রতি তাদের আস্থার প্রমাণ।
বিমানবন্দর সড়ক থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতা-কর্মীর ভালোবাসায় সিক্ত হয়েই এগিয়ে যেতে থাকে খালেদা জিয়ার গাড়িবহর। 

এআরএস
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যাবেন  বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংস্কার করার মধ্য দিয়ে নতুন গন্তব্যে পৌঁছাতে চায় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 
লন্ডনের বৈঠক জাতির জন্য ইতিবাচক, এটিকে প্রশ্নবিদ্ধ করে সামনের চলার পথে বিঘ্ন সৃষ্টি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত