সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

মানবিক করিডোর নিয়ে সবাই অন্ধকারে, অভিযোগ বিএনপির

আপডেট : ১৩ মে ২০২৫, ০৮:১৮ পিএম

মানবিক করিডোর নিয়ে গেলো কয়েক দিন ধরেই দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিএনপির অভিযোগ, এ ব্যাপারে রাজনৈতিক দল, সিভিল সোসাইটির কেউ কিছুই জানেনা। মানবিক করিডোর নিয়ে সবাই অন্ধকারে।

মঙ্গলবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবের গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ-সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, মানবিক করিডোরের নামে দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ করা হচ্ছে। 

তিনি বলেন, মানবিক করিডোরের অর্থটা কী? এটা কার সাথে আলাপ হয়েছে? একটি অনির্বাচিত সরকার তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে, তারা নিজেরা কথা বলে যাচ্ছে। অথচ বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এ ব্যাপারে জানেনা, কোনো সিভিল সোসাইটির কেউ এ ব্যাপারে জানেনা। 

এসময় তিনি প্রশ্ন রাখেন, এটা কার এজেন্ডা? এর পেছনে কে? বাংলাদেশেকে কী আমরা একটি গাজায় পরিণত করতে চাই? বাংলাদেশকে কী আমরা আরেকটি যুদ্ধক্ষেত্রে ঠেলে দিয়ে যেতে চাচ্ছি? করিডোর কী স্বার্থে, কার স্বার্থে- এই প্রশ্নগুলো চলে আসছে। কার এর পেছনে কাজ করছে, এই লোকগুলো কারা?

তিনি আরও বলেন, যারা সংস্কারের তালিম দিচ্ছে, ১৭ বছর তাদের রাস্তায় দেখা যায়নি। এখন যারা সংস্কারের কথা বলছেন, এদের চেহারা আমরা কেউ দেখিনি। আর এদের অনেকে রাস্তায়ও ছিলো না। এখন যারা বড়ো বড়ো কথা বলছেন, আন্দোলনে এদের চেহারা আমরা দেখি নাই।

একই স্থানে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মানবিক করিডোর নিয়ে সরকার দ্বিমুখী কথা বলছে। এনিয়ে অন্ধকারে আছে দেশের জনগণ। 

তিনি বলেন, কী ধরণের করিডোর হবে, এর লক্ষ্য কী? আমরা কী নতুন কোনো যুদ্ধে জড়িয়ে যাচ্ছি? এসব ক্ষেত্রে সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলো সঙ্গে বসে আলোচনা করা। কিন্তু দেখি যে, পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন। কেউ বলেন, চুক্তি হয়েছে, তবে চুক্তির শর্ত প্রকাশ করা যাবে না।

একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে পূর্ব কাশ্মীর বানানোর ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, ভারত যেভাবে হাসিনাকে রক্ষা করছে.. এই উপমহাদেশের পশ্চিম দিকে একটা কাশ্মীর আছে, আর পূর্ব দিকে আরেকটি কাশ্মীর সৃষ্টির চেষ্টা করছে ভারত।

বিএনপি নেতারা জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় দরকার নির্বাচিত সরকার।

একাত্তর/এসি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংস্কার করার মধ্য দিয়ে নতুন গন্তব্যে পৌঁছাতে চায় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 
লন্ডনের বৈঠক জাতির জন্য ইতিবাচক, এটিকে প্রশ্নবিদ্ধ করে সামনের চলার পথে বিঘ্ন সৃষ্টি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জনগণের যে প্রত্যাশা ছিলো রোজার আগে নির্বাচনের সেটা পূরণ হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 
মানুষ না খেয়ে থাকতে রাজি, ভোট না দিয়ে থাকবে না। গুণগত পরিবর্তন আনতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হুশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে যৌথভাবে হামলায় অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন,...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএস) সদস্যরা। তাদের মধ্যে তিন জন পুরুষ, সাত নারী ও ১০ শিশু রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ওই নারী-পুরুষ প্রায় ১০ বছর...
শেরপুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর একটি মৎস্য খামারের পুকুরে ভেসে থাকা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশু দুটির গায়ের পোশাক এখনও পাওয়া যায়নি। 
সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চার জনকে আশঙ্কাজনকভাবে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত