সেকশন

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
 

আমরা অনেক নতুন বিষয়ে ঐক্যমত হয়েছি: আব্দুল্লাহ তাহের

আপডেট : ১৮ মে ২০২৫, ১১:১৪ এএম

প্রথম বৈঠকে আমরা কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিলাম। কিছু বিষয় বাকি ছিলো। আমরা এবার অনেক নতুন বিষয়ে ঐক্যমত হয়েছি। আজ সেসব বিষয়ে কথা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

রোববার (১৮ মে) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, জামায়াত সংস্কার ইস্যুকে ধর্মীয় দিক থেকে বিবেচনা করছে। দেশ ও জাতির জন্য কল্যাণকর বিষয় আমরা মাথায় রেখে আলোচনা করছি।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, সাম্প্রতিক সময়ে অনেক ঘটনা ঘটছে বাংলাদেশে। আমরা এসবের নিন্দা জানাই। সরকারের প্রতি আহবান থাকবে, তারা যেন দৃঢ় হাতে এর মোকাবিলা করে। জামায়াত সাথে থাকবে। নির্বাচন যেন সুষ্ঠু, সঠিক, অবাধ ও সন্ত্রাসমুক্ত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, বাংলাদেশকে যদি প্রহসনের নির্বাচনের ব্যাকলগ থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।

আমরা মনে করি, খুব বেশি সময় না নিয়ে দ্রুত ঐকমত্যে পৌঁছানো উচিত। এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচন দেয়া উচিত। তবে এখনও সুষ্ঠু নির্বাচনের অবস্থা দেখছে না জামায়াত, যোগ করেন আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

একাত্তর/আরএ
চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ এবং নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
চীন সফরের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সম্মানে ঢাকাস্থ চীনা দূতাবাস এক সংবর্ধনার আয়োজন করে।
নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন প্রক্রিয়ায় আরো এক ধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের যৌথ প্রেস ব্রিফিং আগামী নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া এটি রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় হয়েছে বলে মত জামায়াতে ইসলামীর।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির নেতাদের জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামি পাথর নিক্ষেপকারী একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় জানানো হয়নি।
সূত্রাপুরের কাগজি টোলায় একটি বাসায় আগুনের ঘটনায় দগ্ধ আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শিশুসহ মৃত্যু হলো দুই জনের।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শনের নির্দেশ দিয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত