প্রথম বৈঠকে আমরা কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিলাম। কিছু বিষয় বাকি ছিলো। আমরা এবার অনেক নতুন বিষয়ে ঐক্যমত হয়েছি। আজ সেসব বিষয়ে কথা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
রোববার (১৮ মে) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, জামায়াত সংস্কার ইস্যুকে ধর্মীয় দিক থেকে বিবেচনা করছে। দেশ ও জাতির জন্য কল্যাণকর বিষয় আমরা মাথায় রেখে আলোচনা করছি।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, সাম্প্রতিক সময়ে অনেক ঘটনা ঘটছে বাংলাদেশে। আমরা এসবের নিন্দা জানাই। সরকারের প্রতি আহবান থাকবে, তারা যেন দৃঢ় হাতে এর মোকাবিলা করে। জামায়াত সাথে থাকবে। নির্বাচন যেন সুষ্ঠু, সঠিক, অবাধ ও সন্ত্রাসমুক্ত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, বাংলাদেশকে যদি প্রহসনের নির্বাচনের ব্যাকলগ থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।
আমরা মনে করি, খুব বেশি সময় না নিয়ে দ্রুত ঐকমত্যে পৌঁছানো উচিত। এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচন দেয়া উচিত। তবে এখনও সুষ্ঠু নির্বাচনের অবস্থা দেখছে না জামায়াত, যোগ করেন আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।