যারা আওয়ামী লীগের মতো আচরণ, জোর করে অধিকার হরণ করে, চাঁদাবাজি করে–তারা আওয়ামী লীগের মতো হয়ে যাবে। এগুলো করা যাবে না। এখন প্রফেশনাল চাঁদাবাজরা বিএনপির নাম ভাঙায় বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৮ জুন) রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির দলীয় সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।
এসময় তিনি বলেন, নির্বাচনের সময় নিয়ে বিতর্কের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান। এই সভায় বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তিনি। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে ভোটের সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রনায়কের পরিচয় দিয়েছেন তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন হলেই অনেকের বিপদ; এজন্য ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্তে নারাজ হয়েছেন কেউ কেউ। ঐক্যমত্য কমিশনের বৈঠকেও যায় নি।
তিনি বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন রাখতে হবে, আওয়ামী লীগের মতো না। রাজনৈতিক দলের কাজ জনগণের কাজ করা তারা যেনো শান্তিতে থাকে, এজন্যই ৩১ দফা দেয়া হয়েছে।
দলে নারীর সংখ্যা বাড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন, নারীদের সামনে নিয়ে আসতে হবে।
তিনি বলেন, দলে কোন আওয়ামী লীগকে নেবে না বিএনপি, তবে যারা ভালো মানুষ তাদের দলে অন্তর্ভুক্ত করা হবে। বলিষ্ঠ তরুণ যুবকদের দলে অন্তর্ভুক্ত করতে হবে। বিএনপির বদনাম শুনলে দুঃখ হয়, এটি যেনো শুনতে না হয়।
আওয়ামী লীগ নাই, মাঠ ফাঁকা এটা ভাবার সুযোগ নেই বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।