অ্যান্ডারলেখট থেকে ২১ বছর বয়সী সার্জিও গোমেজকে ১১ মিলিয়ন পাউন্ডে দলভুক্ত করলো ম্যানচেস্টার সিটি।
প্রাথমিকভাবে ধারেই তাকে দলে নেয়ার কথা ছিল। কিন্তু সিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, তিনি সিটিতে থাকবেন। চার বছরের জন্য তাকে চুক্তিবদ্ধ করেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
প্রতিক্রিয়ায় গোমেজ বলেছেন, পেপ গার্দিলার কাছে প্রশিক্ষণ নেয়া এবং তার নির্দেশনায় খেলতে পারাটা বিশেষ কিছু।
সিটিতে ২১ নম্বর জার্সি দেয়া হয়েছে ২১ বছর বয়সী এই লেফট ব্যাককে।
আরও পড়ুন: ভারতকে নিষিদ্ধ করলো ফিফা
অ্যান্ডারলেখট এর হয়ে ভিনসেন্ট কোম্পানির অধীনে গত মৌসুমে ৪৯টি ম্যাচে অংশ নেয়া গোমেজ প্রসঙ্গে পেপ গার্দিওলা গত সপ্তাহে বলেছিলেন, তরুণ একজন খেলোয়াড় হিসেবে সে (গোমেজ) আমাদের টাগের্টে ছিল। কয়েকবছর আগে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিল ফিল ফোডেন। আসরের দ্বিতীয় সেরা খেলোয়াড় হয়েছিল গোমেজ। এখন সে আমাদের সঙ্গে থাকবে।
একাত্তর/আরএ