সেকশন

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
 

প্যারিসে নেমেই পিএসজি কার্যালয়ে মেসি

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১০:৪৬ এএম

অপেক্ষার পালা শেষ। একটু আগেই প্যারিস শহরের লে বোঁজে বিমানবন্দরে এসে পৌঁছেছেন রেকর্ড ছয়বারের ফিফা বিশ্বসেরা ফুটবলার লায়োনেল মেসি। সঙ্গে ছিলেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতিও ও চিরো। আরো ছিলেন বাবা হের্হোমেসি।

মঙ্গলবার (১০ আগস্ট) স্থানীয় সময় বেলা তিনটার দিকে মেসিকে বহন করা উড়োজাহাজটি প্যারিসের বিমানবন্দরে পৌছায়। মেসিকে স্বাগত জানাতে সেখানে লাল গালিচার ব্যবস্থা করে কর্তৃপক্ষ।

বিমানবন্দর থেকে নেমে মেসি সোজা চলে যান পিএসজি কার্যালয়ে। সেখানে দুই বছরের চুক্তিতে সই করেন। এরপর চলে যান স্বাস্থ্য পরীক্ষা করাতে। বুধবার, আনুষ্ঠানিকভাবে মেসিকে সবার সামনে হাজির করাবে পিএসজি। রীতি মেনে প্রিন্সেস পার্কে হবে সেই আয়োজন।

মেসি আসছেন এমন খবরেই হাজারে হাজারে পিএসজি ভক্ত বিমানবন্দরের সামনে জড়ো হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, হাজার হাজার পিএসজি সমর্থক বিমানবন্দরটির সামনে মেসির নামে স্লোগান দিচ্ছে।

মেসি বিমানবন্দরে অবতরনের পরপরই প্রথমবারের মতো পিএসজি টুইটারে একটি ভিডিও প্রকাশ করে। ১৩ সেকেন্ডের ভিডিওতে পিএসজি পরিস্কার বুঝিয়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে বিশ্বসেরা ফুটবলারের সঙ্গে তারা চুক্তি সই করতে যাচ্ছেন।

শুধু পিএসজি নয়, পিএসজির আরেক সুপারস্টার ব্রাজিলিয়ান সুপারস্টা নেইমার নিজের ইনস্টাগ্রামে মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আবারো একসঙ্গে।

এর আগে, স্থানীয় সময় দুপুর দুইটার দিকে বার্সেলোনার বিমানবন্দর থেকে ব্যক্তিগত প্লেনে করে সপরিবারের প্যারিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মেসি। এসময় মেসির স্ত্রী নিজের ইনস্টাগ্রামে জানান, সবাইকে নিয়ে নতুন এক উদ্দেশ্যে যাত্রা শুরু।

বার্সেলোনার অভিজাত এলাকা ক্যাসেলডেফেল থেকে চারটি গাড়িতে করে মেসি তার পরিবার নিয়ে বার্সেলোনা বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এসময় সেই বাসার সামনে মেসির পিএসজি যাত্রার সাক্ষী হতে উপস্থিত ছিলেন বার্সেলোনার সমর্থকরা।

ইউরোপে সকাল হতেই খবর আসে পিএসজির চুক্তিতে সায় দিয়েছেন মেসি এবং দুই বছরের জন্য তার ঠিকানা হবে প্যারিসই। দুই বছরের চুক্তি হলেও, ২০২৪ সাল পর্যন্ত বাড়াতে পারবেন। বেতন-ভাতা মিলিয়ে বছরে কর বাদ দিয়ে তিন কোটি ৫০ লাখ ইউরো বেতন পাবেন মেসি।

আগামী শনিবার ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির সঙ্গে স্ট্রাসবোর্গের খেলায় মেসিকে প্রিন্সেস পার্কে প্রথমবার দেখা যাবে। তবে দলটির হয়ে তার অভিষেক ঘটবে ২৯ আগস্ট রেমিসের মাঠে।

একাত্তর/আরবিএস 

আজ ৮ জুলাই, একটি তারিখ যা অনেক ব্রাজিলীয় ফুটবলপ্রেমীর মনে বেদনার ছায়া ফেলে, তাদের হৃদয়কে ভারাক্রান্ত করে। এই দিনে, ঠিক ১১ বছর আগে ব্রাজিল জাতীয় ফুটবল দল নিজ মাটিতে জার্মানির কাছে মুখ থুবড়ে পড়েছিল।
নেইমারের ঘরে এখন চার সন্তান, চতুর্থবারের মতো বাবা হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সন্তান জন্মের সময়ে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির পাশে থাকতে সান্তোস থেকে ছুটি নিয়েছেন নেইমার জুনিয়র।
ভয়াবহ এই চোটে মাস ছয়েকের জন্য ফুটবল থেকে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড জামাল মুসিয়ালা। আর তাকে ট্যাকেল করা সেই পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোনারুমাকে ধুয়ে দিচ্ছেন সবাই।
মধ্যরাতে মহাকাব্যিক সংবর্ধনা পেলো ইতিহাস তৈরি করা নারী ফুটবলাররা। এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় হাতিরঝিলের এম্ফিথিয়েটারে বর্ণিল আয়োজনে ঋতুপর্ণা-আফিদাদের বরণ করে নেয়া হলো।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে রুশ নেতা ভ্লাদিমির পুতিন গড়িমসি করায়, কিয়েভকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপর, মঙ্গলবার ক্রেমলিন...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৫১ জনের মৃত্যু হলো। একই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৫ জন। এ বছরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে...
আবারও ঝুলে যাচ্ছে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি। ইসরাইলের এক কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, ইসরাইল ও হামাসের মধ্যে কাতারে চলমান গাজা যুদ্ধবিরতি আলোচনায় যে ব্যবধান রয়েছে...
সুনামগঞ্জে ইউসুফ আলীর বাড়িতে প্রায় চার বছর ধরে ভাড়ায় বসবাস করছেন চানাচুর বিক্রেতা ইমন বর্মণ ও তার পরিবার। জুন মাসের বাড়ি ভাড়া দিতে তিন দিন দেরি হওয়ায় ইউসুফ আলী ইমনের ঘরে তালা মেরে দিয়ে সটকে পড়েন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত