সেকশন

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
 

প্যারিসে নেমেই পিএসজি কার্যালয়ে মেসি

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১০:৪৬ এএম

অপেক্ষার পালা শেষ। একটু আগেই প্যারিস শহরের লে বোঁজে বিমানবন্দরে এসে পৌঁছেছেন রেকর্ড ছয়বারের ফিফা বিশ্বসেরা ফুটবলার লায়োনেল মেসি। সঙ্গে ছিলেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতিও ও চিরো। আরো ছিলেন বাবা হের্হোমেসি।

মঙ্গলবার (১০ আগস্ট) স্থানীয় সময় বেলা তিনটার দিকে মেসিকে বহন করা উড়োজাহাজটি প্যারিসের বিমানবন্দরে পৌছায়। মেসিকে স্বাগত জানাতে সেখানে লাল গালিচার ব্যবস্থা করে কর্তৃপক্ষ।

বিমানবন্দর থেকে নেমে মেসি সোজা চলে যান পিএসজি কার্যালয়ে। সেখানে দুই বছরের চুক্তিতে সই করেন। এরপর চলে যান স্বাস্থ্য পরীক্ষা করাতে। বুধবার, আনুষ্ঠানিকভাবে মেসিকে সবার সামনে হাজির করাবে পিএসজি। রীতি মেনে প্রিন্সেস পার্কে হবে সেই আয়োজন।

মেসি আসছেন এমন খবরেই হাজারে হাজারে পিএসজি ভক্ত বিমানবন্দরের সামনে জড়ো হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, হাজার হাজার পিএসজি সমর্থক বিমানবন্দরটির সামনে মেসির নামে স্লোগান দিচ্ছে।

মেসি বিমানবন্দরে অবতরনের পরপরই প্রথমবারের মতো পিএসজি টুইটারে একটি ভিডিও প্রকাশ করে। ১৩ সেকেন্ডের ভিডিওতে পিএসজি পরিস্কার বুঝিয়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে বিশ্বসেরা ফুটবলারের সঙ্গে তারা চুক্তি সই করতে যাচ্ছেন।

শুধু পিএসজি নয়, পিএসজির আরেক সুপারস্টার ব্রাজিলিয়ান সুপারস্টা নেইমার নিজের ইনস্টাগ্রামে মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আবারো একসঙ্গে।

এর আগে, স্থানীয় সময় দুপুর দুইটার দিকে বার্সেলোনার বিমানবন্দর থেকে ব্যক্তিগত প্লেনে করে সপরিবারের প্যারিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মেসি। এসময় মেসির স্ত্রী নিজের ইনস্টাগ্রামে জানান, সবাইকে নিয়ে নতুন এক উদ্দেশ্যে যাত্রা শুরু।

বার্সেলোনার অভিজাত এলাকা ক্যাসেলডেফেল থেকে চারটি গাড়িতে করে মেসি তার পরিবার নিয়ে বার্সেলোনা বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এসময় সেই বাসার সামনে মেসির পিএসজি যাত্রার সাক্ষী হতে উপস্থিত ছিলেন বার্সেলোনার সমর্থকরা।

ইউরোপে সকাল হতেই খবর আসে পিএসজির চুক্তিতে সায় দিয়েছেন মেসি এবং দুই বছরের জন্য তার ঠিকানা হবে প্যারিসই। দুই বছরের চুক্তি হলেও, ২০২৪ সাল পর্যন্ত বাড়াতে পারবেন। বেতন-ভাতা মিলিয়ে বছরে কর বাদ দিয়ে তিন কোটি ৫০ লাখ ইউরো বেতন পাবেন মেসি।

আগামী শনিবার ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির সঙ্গে স্ট্রাসবোর্গের খেলায় মেসিকে প্রিন্সেস পার্কে প্রথমবার দেখা যাবে। তবে দলটির হয়ে তার অভিষেক ঘটবে ২৯ আগস্ট রেমিসের মাঠে।

একাত্তর/আরবিএস 

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ।
প্রতিশোধ নেয়া হলো না, কোনোমতে প্রাণ আর মান বাঁচালো আর্জেন্টিনা। শুরুতে পিছিয়ে পড়ে আলমাদার গোলে সমতায় ফেরে আলবিসেলেস্তারা। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বর্তমান...
গোল করে ছুটে গিয়ে আনচেলোত্তির সঙ্গে সেলিব্রেশনে মাতলেন ভিনিশিয়াস জুনিয়র,  প্যারাগুয়ের বিপক্ষে ওই এক গোলেই ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করলো ব্রাজিল, নয়া কোচ পেলেন পয়লা জয়ের স্বাদ।
ভয়ডরহীন ফুটবল খেলে সিঙ্গাপুরকে হারানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে নেমেছিলো টিম বাংলাদেশ। স্টেডিয়ামে ছিলো দর্শকের জোয়ার। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও, শেষ হাসি...
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ।
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে ২৪ মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। জব্দ করা হয়েছে মদ, গাঁজাসহ মাদক গ্রহণের নানান ধরনের সরঞ্জামাদি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে চলে যেতে বলার কিছুক্ষণ পর থেকেই তেহরানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আট জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরেও সতর্কতা দেখাতে বলা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত