চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
প্রথম টেস্টের একাদশ থেকে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান, খালেদ আহমেদ ও নাহিদ রানার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ব্যাটার এনামুল হক, অফ স্পিনার নাইম হাসান ও পেসার তানজিম হাসান। এরমধ্যে অভিষেক হচ্ছে তানজিমের।
জিম্বাবুয়ের একাদশে পরিবর্তন হয়েছে দু’টি। ভিক্টর নিয়ুচি ও নিয়াশা মায়াভোর জায়গায় একাদশে সুযোগ হয়েছে উইকেটরক্ষক টাফাডজোয়া সিগা ও ভিনসেন্ট মাসেকেসার। এ ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হচ্ছে মাসেকেসার।
সিলেটে সিরিজের প্রথম টেস্ট ৩ উইকেটে জিতেছিলো জিম্বাবুয়ে। এখন পর্যন্ত ১৯ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরমধ্যে সমান ৮টি করে ম্যাচ জিতেছে দু’দল। বাকি তিন টেস্ট ড্র হয়।
বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।