সেকশন

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
 

নদ্দায় চোর সন্দেহে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার এক

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৪:২৮ পিএম

রাজধানীর নদ্দা সরকার বাড়ি এলাকায় চোর সন্দেহে শাকিল (২৬) নামে এক যুবককে নির্মাণাধীন ভবনে বেধে মারধরের পর ওপর থেকে ফেলে দেয়ায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শাকিল পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

শাকিলের ছোট ভাই হৃদয় মিয়া বলেন, তার ভাই পেশায় রাজমিস্ত্রি। তিনি নদ্দায় একটি নির্মাণাধীন সাত তলা ভবনে কাজ করতেন। সেখানে কেউ পুরানো বৈদ্যুতিক তার বা সরঞ্জাম লুকিয়ে বিক্রি করেছিলেন বলে জানতে পেরেছি। সেই সন্দেহে গত ২৫ এপ্রিল আমার ভাইকে ওই ভবনের মালিকপক্ষের লোকজন মেরে হাত বেঁধে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নেত্রকোনা সদর উপজেলার মারাকপুর গ্রামের আলেক মিয়ার ছেলে শাকিল।

শাকিলকে আহত অবস্থায় বৃহম্পতিবার দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা দরকার হলে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত ১১ টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন তার ভাই। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে রোববার ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান বলেন, শাকিল আহত অবস্থায় থাকার সময় থানায় একটি হত্যা চেষ্টার মামলা হয়। যেহেতু তিনি মারা গেছেন এখন হত্যা মামলা হবে। তিনি বলেন, এ ঘটনায় এক নম্বর আসামি ওই বাড়ির মালিকের ছেলে ইমরান হোসেন শুভকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত শাকিলের ছোট ভাই হৃদয় জানান, শাকিল নদ্দার সরকার বাড়ী এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন ছিল দ্বিতীয়। শাকিলের তিন বছর বয়সী এক ছেলে রয়েছে। তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা বলেও জানান ছোট ভাই হৃদয় মিয়া।

কেএসএইচ
দীপ্ত টেলিভিশনের সংবাদকর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় হাতিরঝিল থানার মামলায় নতুন করে গ্রেপ্তার মো. রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
দীপ্ত টেলিভিশনের সংবাদকর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচ আসামিকে চার দিনের রিমান্ডে রিমান্ডে পেয়েছে পুলিশ।
বেসরকারি চ্যানেল দীপ্ত টেলিভিশনের সংবাদকর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয় শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকার নিউইয়র্ক ও নিউজার্সি। ডুবে গেছে রাস্তাঘাট। বাদ পড়েনি মেট্রো স্টেশন, পেট্রল পাম্পও। বাতিল করা হয়েছে বহু বিমান।
রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বেজায় চটেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের ঘনিষ্ঠ তিন সূত্র জানিয়েছে, ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার...
দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশের আগেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিনি একদিনের মধ্যে থামিয়ে দিতে পারেন।
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত