সেকশন

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
 

রাজধানীতে সিলিন্ডার কাটতে গিয়ে গ্যাস ছড়িয়ে একজনের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২৪, ০১:২১ পিএম

রাজধানীতে ভাঙ্গারির দোকানে সিলিন্ডার কাটার সময় গ্যাস ছড়িয়ে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এতে বহু মানুষ আহত হয়ে সোহরাওয়াদী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার সকালে গাবলতীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তির নাম কবির হোসেন (৫০)। তিনি কাজের খোঁজে লক্ষ্মীপুর জেলার  রামগঞ্জ উপজেলা থেকে এক পরিচিত লোকের কাছে এসেছিলেন। 

কবিরের স্বজনরা জানান, গ্যাসের কারণে তিনি ঘটনাস্থলে ছটপট করছিলেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে (ঢামেক) নিয়ে আসি। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় হঠাৎ করে গ্যাস পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে।  

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, তিনি বলেন বিষয়টি আদাবর থানাকে জানানো হয়েছে।

আদাবর থানার পুলিশ জানিয়েছে, একটা ভাঙ্গারি দোকানে গ্যাসের সিলিন্ডার কাটতে গিয়ে লিকেজ হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। বিস্তারিত জানতে খোঁজ চলছে।

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমান জানান, আমাদের চিকিৎসকরা হাসপাতালে আসা ব্যক্তিদের সম্মিলিতভাবে চিকিৎসা দিয়েছেন। হাসপাতালটিতে এখন পর্যন্ত ১৪ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৯ জন ইতিমধ্যে বাসায় চলে গেছেন এবং ছয় জন ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। 

হাসপাতালটির মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. নন্দিতা পালের বরাত দিয়ে তিনি জানান, তাকে পর্যাপ্ত অক্সিজেন ও রেসপেরিটরি গ্যাস দিয়ে শঙ্কামুক্ত করা হয়েছে। ভর্তি রোগী সবাই শঙ্কামুক্ত। আশা করছি দ্রুত সবাই সুস্থ হয়ে উঠবেন।

একাত্তর/এসি
যাত্রীসেবার মান উন্নত ও ট্র্যাফিক ব্যবস্থার উন্নয়নে ঢাকার রাস্তায় চালু হয়েছে কাউন্টার ও ই-টিকেটিং পদ্ধতিতে বাস চলাচল। বলা হচ্ছে, এতে করে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধ হবে।
রাজধানীর ধানমন্ডিতে এক চাঞ্চল্যকর চুরির ঘটনায় জড়িত এক নারী গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুয়া পরিচয়পত্র দিয়ে ‘রোকসানা’ নামে কাজ নেয়া এই গৃহকর্মী শেফালী বেগম নামে পরিচিত, যিনি গৃহকর্মীর...
রাজধানীর উত্তরায় তিন ছাত্র আটকের ঘটনায় উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশকেও মারধর করা হয়েছে।
রাজধানীর তুরাগে চাঞ্চল্যকর ফারদিন শাহরিয়ার শুভ হত্যা মামলার রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডের সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ রিয়াজ।
নারায়ণগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে পরিবারের জিন্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে...
নরসিংদীতে বাড়িতে ঢুকে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় গুলিতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হত্যার পর স্থানীয় ইউনিয়ন পরিষদ ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে...
লোডিং...
Nagad Ads
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত